Air Conditioner: এসি আছে বাড়িতে? এই নিয়মগুলি না মানলেই দিতে হবে হাজার হাজার টাকার জরিমানা

বছর বছর বেড়েই চলেছে গরম। বিশেষ করে এই বছর অত্যাধিক গরম পড়েছে। এপ্রিলেই পারদ পৌঁছেছিল ৪০-৪৫ ডিগ্রি তে। এমন পরিস্থিতে বাড়ছে এসির চাহিদা, শহরের দেখা দেখি গ্রামেও চলে এসেছে এসি। তবে এসির চাহিদা বাড়ার সঙ্গে বাড়ছে বিদ্যুত্‍ লাইনের উপর চাপ। যার কারণে প্রায়শই দেখা দিচ্ছে ইলেকট্রিসিটি আউটেজ

এসি আছে বাড়িতে? এই নিয়মগুলি না মানলেই দিতে হবে হাজার হাজার টাকার জরিমানা

তবে এই ইলেকট্রিসিটি আউটেজ কে রোখার জন্য বিদ্যুত্‍ দফতরের তরফে জারি করা হয়েছে এসি লাগানোর বেশ কিছু নিয়ম। মূলত অনিয়ন্ত্রিত ভাবে এসি বসানোর কারণেই ইলেকট্রিসিটি আউটেজ হয়। তাই বাড়িতে এসি মেশিন বসানোর জন্য সবার প্রথমে বিদ্যুত্‍ দফতরের ছাড়পত্রের প্রয়োজন হয়।

তবে বর্তমানে অনেকেই বিনা ছাড়পত্র তথা বিদ্যুত্‍ দফতরের অনুমতি ছাড়াই বাড়িতে এসি বসিয়ে নিচ্ছে, আবার অনেকে একটি এসির অনুমতি নিয়ে একাধিক এসি বসিয়ে নিচ্ছে। আর এই কারণেই উক্ত এলাকার বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তবে এবার বিদ্যুত্‍ দফতর এবিষয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে

এটাও পড়ুন College Admission Date: এই দিন থেকে শুরু হচ্ছে কলেজে ভর্তির পক্রিয়া! দিন-ক্ষণ জানিয়ে দিলো উচ্চশিক্ষা দফতর

সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, যদি কোনও ব্যাক্তি বিনা ছাড়পত্র ছাড়া বাড়িতে এসি বসান তাহলে তার কাছ থেকে প্রতি ২৫০০ টাকা জরিমানা নেওয়া হবে। এক্ষেত্রে জরিমানার পাশাপাশি উক্ত ব্যাক্তিকে এসি বসানোর অনুমতি বা ছাড়পত্র নেওয়ার জন্যেই ফি দিতে হবে।

এটাও পড়ুন Summer Vacation Ending: শেষ হলো গরমের ছুটি! এই দিন থেকে খুলেছে সরকারি স্কুলগুলি

তবে ওই উক্ত ব্যাক্তি যদি জরিমানা জমা না করেন তাহলে, ওই জরিমানা পরবর্তী বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে। আর এক্ষেত্রে বিদ্যুৎ বিল জমা না করলেই উক্ত ব্যাক্তির বিদ্যুৎ কানেকশান বাতিল করে দেওয়া হবে। তবে এখানে মূল প্রশ্ন হচ্ছে বিদ্যুৎ দফতরের আধিকারিকেরা কীভাবে জানবে যে, কোনও ব্যাক্তির ঘরে এসি আছে কি না?

এটাও পড়ুন WB Driving Licence: বাড়িতে বসেই এখন পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স, রাজ্যে চালু হলো নতুন পরিষেবা

এবিষয়ে জানা যাচ্ছে যে, যদি কোনও ব্যাক্তির বিদ্যুৎ বিল আচমকাই বেড়ে যায় তাহলে বিদ্যুৎ দফতরের আধিকারিকেরা ওই ব্যাক্তির ঘরে তদন্ত করতে যাবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment