College Admission Date: এই দিন থেকে শুরু হচ্ছে কলেজে ভর্তির পক্রিয়া! দিন-ক্ষণ জানিয়ে দিলো উচ্চশিক্ষা দফতর

শেষ হয়েছে এবছরের উচ্চমাধ্যমিকের সমস্ত কর্মসূচি। পরীক্ষা থেকে শুরু করে রেজাল্ট সবকিছুই সফল ভাবে সম্পূর্ণ হয়েছে, এখন পড়ুয়ারা অপেক্ষা করছে গ্রাজুয়েশনে ভর্তি হওয়ার। এরই মাঝে এবার জানা গেলো কলেজে ভর্তির তারিখ। গত কাল অর্থাৎ ২রা জুন উচ্চশিক্ষা দফতরেরে তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ২০২৩-২৪ শিক্ষা বর্ষের কলেজে ভর্তির তারিখ, পদ্ধতি এবং সময়সীমা।

এই দিন থেকে শুরু হচ্ছে কলেজে ভর্তির পক্রিয়া! দিন-ক্ষণ জানিয়ে দিলো উচ্চশিক্ষা দফতর

এদিন উচ্চশিক্ষা দফতরে তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, ২০২৩-২৪ শিক্ষা বর্ষের কলেজে ভর্তির পক্রিয়া শুরু হবে আগামী ১লা জুলাই থেকে। যা চলবে আগামী ১৫ই জুলাই পর্যন্ত। এক্ষেত্রে শুধুমত্র অনলাইনের মাধ্যমেই করতে হবে কলেজ ভর্তির আবেদন।

তবে জানিয়ে রাখি যে, পূর্বে নির্ধারিত কেন্দ্রীয় পোর্টাল থেকে এবছর কলেজে ভর্তি নেওয়া হবে না। এপ্রসঙ্গে আগে জানানো হয়েছিল যে, এবছর রাজ্য জুড়ে একটি মাত্র কেন্দ্রীয় পোর্টাল থেকেই সকল কলেজে ভর্তি নেওয়া হবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যেই এই পোর্টালটি তৈরি করা সম্ভব নয়। তাই এবছরও গত বছরের মতো কলেজের নিজেস্ব ওয়েবসাইট থেকেই ভর্তির আবেদন করতে হবে।

এটাও পড়ুন Summer Vacation Ending: শেষ হলো গরমের ছুটি! এই দিন থেকে খুলেছে সরকারি স্কুলগুলি

এক্ষেত্রে উচ্চশিক্ষা দফতরে তরফে আরও নির্দেশ দেওয়া হয়েছে, কলেজ গুলিকে ২০শে জুলাইয়ের মধ্যে মেধা তালিকা প্রকাশিত করতে হবে এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের এবিষয়ে ফোন অথবা ইমেল করে জানাতে হবে। এরপর ৩১শে জুলাইয়ের মধ্যে সমস্ত ভর্তির পক্রিয়া শুরু করে ১লা আগস্ট থেকে প্রথম সেমিস্টারের ক্লাস নেওয়ার ব্যবস্থা করতে হবে

এটাও পড়ুন WB Driving Licence: বাড়িতে বসেই এখন পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স, রাজ্যে চালু হলো নতুন পরিষেবা

এবিষয়ে জানিয়ে রাখি যে, কলেজে ভর্তির ফি পড়ুয়াদের অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। তবে উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী কলেজ ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আবেদনপত্র স্ক্যান এবং আপলোড করার চার্জ নিতে পারবে না। এক্ষেত্রে কলেজ গুলিকে মেধা তালিকা ব্যাঙ্কে জমা করতে হবে। এবং সেই তালিকা অনুযায়ী ব্যাঙ্ক ভর্তির ফি গ্রহণ করবে।

এটাও পড়ুন WB New District: আবার ভাঙতে চলেছে বাংলা! শীঘ্রই বড়সড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী

এর পাশাপাশি জানিয়ে রাখি যে, ২০২৩-২৪ শিক্ষা বর্ষ থেকে বদলে যাচ্ছে স্নাতক কোর্সের মেয়াদ। নতুন শিক্ষা নীতি অনুযায়ী ২০২৩-২৪ শিক্ষা বর্ষ থেকে ৪ বছরের হতে চলেছে স্নাতক কোর্সের মেয়াদ

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment