Summer Vacation: কবে থেকে চালু হচ্ছে গরমের ছুটি, দেখে নিন কি জানাচ্ছে নবান্ন

তাপপ্রবাহ এবং প্রচন্ড গরমের কারণে নাজেহাল গোটা দেশ। আবার অন্যদিকে আবহাওয়া দফতর অনুযায়ী রাজ্যে আগামী কিছু দিন বৃষ্টির সম্ভবনাও নেই। এই রকম পরিস্তিতিতে এখন রাজ্যবাসী বিশেষ করে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা গরমের ছুটির অপেক্ষাই রয়েছে। এবিষয়ে প্রচন্ড গরম ও তাপপ্রবাহের কারণে দেশের অন্যান্য রাজ্যে ইতিমধ্যেই গরমের ছুটির ঘোষণা হয়ে গেছে। তবে আজকের এই প্রতিবেদনে আমার পশ্চিমবঙ্গে কবে থেকে গরমের ছুটি পরবে তা নিয়ে আলোচনা করবো।

When is the summer vacation starting

অত্যাধিক গরমের কথা মাথায় রেখে দেশের বেশকিছু রাজ্যে ইতিমধ্যেই স্কুল বন্ধ করার নোটিস জারি হয়ে গেছে। এবিষয়ে ওড়িশা সরকার তীব্র তাপপ্রবাহের কারণে স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে। অন্যদিকে নবান্ন সূত্রে জানা যাচ্ছে আগামী ২ সপ্তাহের মধ্যেই গরমের ছুটি ঘোষণা করবে রাজ্য সরকার। তবে পশ্চিমবঙ্গ সরকারের তরফে এবিষয়ে এখন পর্যন্ত কোন অফিসিয়াল তথ্য জারি করা হয়নি।

এপ্রসঙ্গে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, এপ্রিলের শেষ অথবা মে মাসের প্রথম সপ্তাহে ২০২৩ এর গরমের ছুটির ঘোষণা হতে পারে। জানিয়েদি যে গত বছর গরমের ছুটি ১লা মে থেকে শুরু হয়েছিল যা ২৬শে জুন শেষ হয়েছিল। তবে এবছরের অত্যাধিক গরম ও অনাবৃষ্টি কারণে বিশেষজ্ঞরা জানাচ্ছে যে, আগের বারের তুলনায় এবছর গরমের ছুটি একটু আগেই পরে যাবে।

এটাও পড়ুন PM Kisan 14th Installment: শীঘ্রই আসতে চলেছে পিএম কিষানের পরবর্তী কিস্তি, দেখে নিন আপনার নাম আছে কি না

গরমের কারণে নাজেহাল রাজ্যবাসী বর্তমানে বেশকিছু দাবি রেখেছে। এবিষয়ে পড়ুয়াদের একাংশ সকালে স্কুলের করছে দাবি। সকাল ৬টা থেকে স্কুল শুরু করা গেলে ভালো হয় বলে জানাচ্ছে তারা। অন্যদিকে অনেকেই স্কুলের ছুটির পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছুটির দাবিও করছে।

এটাও পড়ুন Mangoes On EMI: আমের উপরেও EMI, এখন EMI দিয়ে খেতে পারবেন ব্যয়বহুল হাপুস আম

রাজ্য সরকারের তরফে গরমের ছুটি নিয়ে কোনও নির্দেশিকা জারি নাহোলেই বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম‌, পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে প্রশাসন। এবিষয়ে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী এক সপ্তাহে বৃষ্টির সম্ভবনা না থাকার কারণে তপমাত্রা আরও বাড়তে চলেছে।

এটাও পড়ুন HS Exam Results: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করলো সংসদ, দেখে নিন কবে প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট

আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম হাওয়া বয়ে যাওয়ার কারণে প্রতিনিয়ত বেড়ে চলেছে তাপমাত্রা। আকাশ পরিষ্কার থাকার কারণে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। এমন পরিস্তিতিতে গরমের ছুটি জারি করে দেওয়ার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment