২০২১ থেকে শুরু হওয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অন্তর্গত কোটি কোটি সুবিধাভোগীরা প্রতিমাসে ৫০০-১০০০ টাকা করে পাচ্ছে। তবে বর্তমানে রাজ্যে এমন বেশকিছু পরিস্থিতি তৈরী হয়েছে যার কারণে লক্ষ লক্ষ সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা আসা বন্ধ হয়েগেছে। এবার এবিষয়েই কড়া নির্দেশিকা জারি করলো নবান্ন। শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে স্পষ্ট জানিয়ে দিলো পশ্চিমবঙ্গ সরকার।
এবিষয়ে নবান্ন সূত্রে জানা যাচ্ছে বিভিন্ন ধরণের টেকনিক্যাল ত্রুটির কারণে গত কয়েক মাস আগে থেকেই রাজ্য জুড়ে প্রায় ২ লক্ষ ৬৪ হাজার জন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাসিক ৫০০-১০০০ টাকার কিস্তি আসা বন্ধ হয়ে গেছে। জানা যাচ্ছে যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন, আধারের লিঙ্ক ও অন্যান্য ত্রুটির কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আটকে রাখা হয়েছে।
এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টেও যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে আর চিন্তা করার কোনও দরকার নেই। কারণ রাজ্য সরকার অতি শীঘ্রই এই সমস্যার সমাধান করতে চলেছে। এবিষয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী গত বুধবার রাজ্যের সকল জেলা শাসকদের অবিলম্বে এই সমস্যা সমাধান করার নির্দেশ দিয়েছে।
এটাও পড়ুন Summer Vacation: কবে থেকে চালু হচ্ছে গরমের ছুটি, দেখে নিন কি জানাচ্ছে নবান্ন
বিশেষজ্ঞরা জানাচ্ছে যে, এই রকম ভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসা বন্ধ থাকলে সুবিধাভোগীরা বিষেশ করে গরীব বর্গের মহিলারা ভাববে যে, রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করে দিয়েছে। তাই অবিলম্বে এই বিভ্রান্তিকে রুখতে রাজ্য সরকার এই নির্দেশিকা জারি করেছে। জানা যাচ্ছে যে ২০ই এপ্রিলের মধ্যে এই সমস্যার সুরাহা করার কথাও বলেছে রাজ্য সরকার।
অন্যদিকে রাজ্য সরকার কয়েক দিন আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে জানাই যে, সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক না করা থাকলে লক্ষ্মীর ভান্ডারের টাকা আসা বন্ধ হয়ে যাবে। এবিষয়ে বিস্তারিত জানতে নিচের আর্টিকেলটি পড়তে পারেন।
জানিয়ে রাখি যে, পশ্চিমবঙ্গ সরকার ২০২১ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৫০০ অথবা ১০০০ টাকা করে দেয়। এখন পর্যন্ত রাজ্য জুড়ে প্রায় ১.৬ কোটি মহিলা এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে।