গত ২৭শে মার্চ সুষ্ঠুভাবে শেষ হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এখন পরীক্ষার্থী এবং অভিভাবকরা অপেক্ষায় আছেন পরীক্ষার রেজাল্টের। এবিষয়ে সংসদ আগেই জানিয়ে দিয়েছে যে, এবছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে হবে। তবে সংসদ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০২৩ এর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ নির্দিষ্ট সময়সীমার আগেই হয়ে যাবে বলে জানা যাচ্ছে।
এবিষয়ে সংসদের আধিকারিকরা জানাচ্ছেন যে, নতুন মূল্যায়ন পদ্ধতির কারণে এবছর কম সময়ের মধ্যেই শিক্ষক-শিক্ষিকারা একটি উত্তরপত্র মূল্যায়ন করে ফেলছেন। এই কারণেই সংসদ মনে করছে যে এবছর পূর্বে নির্ধারিত সময়ের আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে।
প্রসঙ্গত এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের পার্ট-এ এবং পার্ট-বি কে এক করে দেওয়া কারণে উত্তরপত্র মূল্যায়ন করতে কম সময় লাগছে। এছাড়া সূত্রের অনুযায়ী জানা গেছে যে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের বেশ কিছু অংশ অনলাইনের মাধ্যমে করার সিদ্ধান্তের কারণেও ফল প্রকাশের দিন এগিয়ে এসেছে।
জানিয়েদি যে এবছর রাজ্যের মোট ২৩৪৯ টি পরীক্ষাকেন্দ্রে প্রায় ৮ লক্ষ ৫২ হাজার পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যা আগের বছরের তুলনায় ১ লক্ষ ৪৫ হাজার বেশি। এর সত্বেও এবছর পরীক্ষার রেজাল্ট তাড়াতাড়ি প্রকাশিত হবে বলে জানাচ্ছে সংসদ।
তবে এবিষয়ে কবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে তা এখনো স্পষ্ট ভাবে জানানো হয়নি। অন্যদিকে একাদশ শ্রেণীর পরীক্ষার ফল নিয়েও বেশকিছু নির্দেশিকা জারি করেছে সংসদ। এবিষয়ে সংসদ তরফে জানানো হয়েছে যে, একাদশ শ্রেণীর পরীক্ষারনম্বর বিদ্যালয়কে সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করতে হবে। প্রসঙ্গত এর আগে বিদ্যালয়কে অফলাইনের মাধ্যমে সংসদে একাদশ শ্রেণীর নম্বর জমা করতে হতো। যার ফলে অনেকটাই সময় অপচয় হতো।
এটাও পড়ুন Mustard Oil Price: মধ্যবিত্তের জন্য দারুন সুখবর, দেশ জুড়ে কমছে রান্নার তেলের দাম!
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের এক অংশ জানাচ্ছে যে, তাড়াতাড়ি পরীক্ষার ফল প্রকাশিত হলে ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষায় কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে তা বিবেচনা করার অতিরিক্ত সময় পাবে।