PAN-Aadhaar Link Penalty: বাড়তে চলেছে প্যান-আধার লিঙ্ক করার জরিমানা, স্পষ্ট জানিয়ে দিলো কেন্দ্র সরকার

প্যান-আধার লিঙ্ক নিয়ে কড়া নির্দেশিকা জারি করলো কেন্দ্র সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে প্যান-আধার লিঙ্ক করতে ব্যর্থ হলেই দিতে হবে অতিরিক্ত জরিমানা। যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলুন প্যান-আধার লিঙ্ক। নাহোলেই বর্তমানের ১০০০ টাকার জরিমানার উপরে গুনতে হবে আরও জরিমানা।

Penalty for PAN-Aadhaar link to increase

এবিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, প্যান-আধার লিঙ্ক করার সময়সীমার মধ্যে এই কাজটি না করতে পারলে জরিমানা আরও বাড়ানো হবে। জানিয়েদি যে ইতিমধ্যেই কেন্দ্র সরকার প্যান-আধার লিঙ্ক করার শেষ তারিখ কয়েক বার বাড়িয়েছে। এবিষয়ে ৩১শে মার্চ ২০২৩ এর শেষ তারিখ কে পিছিয়ে ৩০শে জুন ২০২৩ করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এবার কেন্দ্র সরকার প্যান-আধার লিঙ্ক নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে। এবিষয়ে সরকারের তরফে জানানো হয়েছে যে, প্যান-আধার লিঙ্ক করার জন্য সরকার যথেষ্ট সময় দিয়েছে। তাই এবার প্যান-আধার লিঙ্ক করতে আরও দেরি হলে বাড়ানো হবে এর জরিমানা।

এটাও পড়ুন Aadhaar Link: ৩০ তারিখের মধ্যে ব্যাঙ্কে আধার কার্ড জমা না করলে পড়বেন বিরাট সমস্যায়, ফ্রিজ করে দেওয়া হবে আপনার বিনিয়োগ

প্রসঙ্গত প্যান-আধার লিঙ্ক করার বিষয়ে সরকার এর আগে বহু বার বিজ্ঞপ্তি জারি করেছিল। এবিষয়ে গত বছরের ৩১শে মার্চ পর্যন্ত প্যান-আধার লিঙ্ক বিনামূল্যে করার সুবিধাও দিয়েছিলো কেন্দ্র সরকার। এছাড়া ৩০শে জুন ২০২২ এর মধ্যে ৫০০ টাকার ফি দিয়েও প্যান-আধার লিঙ্ক করার সুযোগ দিয়েছিলো আয়কর দফতর।

এটাও পড়ুন Ration Card: রেশন কার্ড নিয়ে আজ থেকেই চালু হচ্ছে নতুন নিয়ম, না জানলেই ঠকে যাবেন

অতিরিক্ত জরিমানা থেকে বাঁচতে এখনই আপনার প্যানের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে নিন। কারণ এবিষয়ে সরকার স্পষ্ট জানিয়েছে পরে প্যান-আধার লিঙ্ক করার জরিমানা আরও বাড়ানো হবে।

এটাও পড়ুন WhatsApp Banking: এখন হোয়াটসঅ্যাপেই পাবেন ব্যাঙ্কিং এর যাবতীয় সুবিধা, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের নতুন পরিষেবা

বর্তমানে আপনি আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েব পোর্টালে গিয়ে ১০০০ টাকার জরিমানা দিয়ে আপনার প্যান আধার কার্ড খুব সহজেই লিঙ্ক করতে পারেন।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment