লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কড়া নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক না করা থাকলে আর পাবেন না লক্ষ্মীর ভান্ডারের ৫০০-১০০০ টাকা।

এবিষয়ে গত ৩১শে মার্চ রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী এবার থেকে শুধুমাত্র তাদেরকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে। অর্থাৎ যদি কোনও ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তার আধার কার্ড লিঙ্ক না করা থাকে তাহলে সেই ব্যক্তিকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অন্তর্গত ৫০০-১০০০ টাকা দেওয়া হবে না।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবিষয়ে কেন্দ্র সরকার দেশের প্রত্যেকটি রাজ্যকে বিভিন্ন ধরণের সরকারি প্রকল্পের দুর্নীতিকে রুখতে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করার পরামর্শ দিয়েছে। এবার এই পরামর্শ মেনে নিয়েই নতুন নির্দেশিকা জারি করলো পশ্চিমবঙ্গ সরকার।
এটাও পড়ুন Mustard Oil Price: মধ্যবিত্তের জন্য দারুন সুখবর, দেশ জুড়ে কমছে রান্নার তেলের দাম!
জানিয়েদি যে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অন্তর্গত রাজ্যের প্রায় ১.৬ কোটি মহিলাদের ব্যাঙ্কে রাজ্য সরকার প্রতিমাসে ৫০০ অথবা ১০০০ টাকা করে পাঠায়। রাজ্য সরকার ২০২১ সালে এই প্রকল্পটির ঘোষণা করে ছিল, যার পর থেকে এই প্রকল্পটির অন্তর্গত রাজ্যের কোটি কোটি মহিলাদের প্রতিমাসে আর্থিক ভাবে সুবিধা দিয়েছে রাজ্য সরকার।
তবে এবার এই সুবিধা পাওয়া জন্য আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক আছে নাকি তা দেখতে হবে। এবিষয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকলে আপনাকে তা শীঘ্রই করে নিতে হবে। নাহোলেই সামনের মাস থেকে ক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার ব্যাঙ্কে আসবেনা।