বর্তমানে দেশের কোটি কোটি চাষী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির অপেক্ষায় রয়েছেন। প্রসঙ্গত এর আগে গত ২৬শে ফেব্রুয়ারি PM কিসানের ১৩ তম কিস্তির টাকা পৌঁছেছিল চাষীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার অপেক্ষা চলছে PM কিসানের ১৪ তম কিস্তির। এবিষয়ে সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে পিএম কিষানের পরবর্তী অর্থাৎ ১৪ তম কিস্তি খুব শীঘ্রই আসতে চলেছে।
পিএম কিষানের ১৪ তম কিস্তির জন্য দেশ জুড়ে প্রায় ১০ কোটি সুবিধাভোগী অপেক্ষা করছে। এবিষয়ে কেন্দ্র সরকার খুব শীঘ্রই PM কিসানের ১৪ তম কিস্তির তারিখ প্রকাশ করবে বলে জানা যাচ্ছে। এপ্রিল ২০২৩ থেকে জুলাই ২০২৩ এর মধ্যে PM কিসান প্রকল্পের ১৪ তম কিস্তির ২০০০ টাকা চাষীদের ব্যাঙ্কে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জানিয়েদি যে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অন্তর্গত কেন্দ্র সরকার প্রতিবছর ৩ বার জমিধারী কৃষকদের ২০০০ টাকা করে দেয়। এবিষয়ে কেন্দ্র সরকার ২০১৯ থেকে এখন পর্যন্ত মোট ১৩ বার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগীদের ২০০০ টাকা করে পাঠিয়েছে। ইতিমধ্যেই এবছরের প্রথম কিস্তি চাষীদের ব্যাঙ্কে চলে এসেছে, এবং এবছরের দ্বিতীয় কিস্তি অতি শীঘ্রই আসতে চলেছে।
এটাও পড়ুন Mangoes On EMI: আমের উপরেও EMI, এখন EMI দিয়ে খেতে পারবেন ব্যয়বহুল হাপুস আম
পিএম কিষানের ১৪ তম কিস্তি খুব শীঘ্রই ব্যাঙ্কে ঢুকবে বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা। তাই ১৪ তম কিস্তির জন্য পিএম কিষান যোজনায় আপনার নাম আছে না কি তা একবার দেখে নেওয়া উচিত।
পিএম কিষানের লিস্টে আপনার নাম আছে কি না যাচাই করার জন্য আপনাকে সবার প্রথমে পিএম কিষানের অফিসিয়াল ওয়েব পোর্টাল www.pmkisan.gov.in এ যেতে হবে। পিএম কিষানের অফিসিয়াল ওয়েব পোর্টালে গিয়ে FARMERS CORNER বিভাগের অন্তর্গত Beneficiary List বিকল্পে ক্লিক করতে হবে। এর পর আপনার স্ক্রিনে একটি ফর্ম আসবে। ওই ফর্মে আপনার রাজ্য, জেলা, উপজেলা, ব্লক ও গ্রাম বেছে নিয়ে Get Report বাটনে ক্লিক করলেই আপনার স্ক্রিনে একটি নামের তালিকা এসে যাবে।
উক্ত তালিকায় আপনার নাম না থাকলে, আপনি পিএম কিষানের অফিসিয়াল ওয়েব পোর্টালের FARMERS CORNER বিভাগের অন্তর্গত New Farmer Registration বিকল্পের মাধ্যমে আপনার নাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় অন্তর্ভুক্ত করতে পারবেন।