অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধির কারণে নাজেহাল মধ্যবিত্ত পরিবার। রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রল-ডিজেল, এখন সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামছাড়া। তবে এরই মধ্যে মধ্যবিত্তের রান্না ঘরে একুট স্বস্তি এনেছে রান্নার তেল, বিশেষ করে সর্ষের তেল।
সংবাদ সূত্রে জানা যাচ্ছে দেশ জুড়ে প্রায় প্রত্যেক রাজ্যেই সর্ষের তেলর দাম লিটার প্রতি প্রায় ৫০ টাকা কমেছে। বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, করোনা কালের পর থেকে রান্নার তেলের দাম দেশে প্রথম বার এতটা কমেছে।
প্রসঙ্গত করোনা মহামারীর জেরে ভারত তথা সারা বিশ্বের সাধারণ শ্রেণীর মানুষের উপর বেড়েছিল মূল্যবৃদ্ধির চাপ। করোনা মহামারীর সময় সর্ষের তেলের দাম বাড়তে বাড়তে পৌঁছে ছিল লিটার প্রতি ১৮০-২০০ টাকায়। তবে বর্তমানে সর্ষের তেলের দামের দিক থেকে ভারতের মধ্যবিত্তের উপর থেকে এই চাপ অনেকটাই কমেছে।
এবিষয়ে দেশের প্রত্যেক রাজ্যেই গত বছর নভেম্বর মাস থেকে তেলের দাম নিচে পরতে শুরু করে। যার ফলে বর্তমানে দেশে সর্ষের তেলের দাম গত দু-তিন বছরে মধ্যে সব থেকে সস্তা হয়েছে।
সূত্রের অনুযায়ী জানা যাচ্ছে কলকাতা তথা পশ্চিমবঙ্গে সর্ষের তেলের দাম লিটার প্রতি প্রায় ৫৫ টাকা কমেছে। বর্তমানে পাইকারী বাজারে সর্ষের তেল লিটার প্রতি প্রায় ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। যা খুচরো কিনতে গেলে ক্রেতাদের দিতে হচ্ছে লিটার প্রতি প্রায় ১৪০ থেকে ১৪৫ টাকা।
এটাও পড়ুন Ration Card: রেশন কার্ড নিয়ে আজ থেকেই চালু হচ্ছে নতুন নিয়ম, না জানলেই ঠকে যাবেন
অর্থনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছে যে, এবছর সর্ষের উৎপাদন ভালো হওয়ার কারণে দেশ জুড়ে সর্ষের তেলের দাম কমেছে। কিন্তু এবিষয়ে বেশকিছু রাজনৌতিক বক্তারা বলছে যে আসন্ন ভোটের জন্য সর্ষের তেলের দাম কমানো হয়েছে। তবে যাই হোক সর্ষের তেলের দাম কমার ফলে সাধারণ মানুষ একটু স্বস্তি পেয়েছে।