আর মাত্র কিছুক্ষনের মধ্যেই এবছরের গরমের ছুটি শুরু হতে চলেছে। এবিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে যে, ২রা মে থেকে ২০২৩ এর গরমের ছুটি শুরু হচ্ছে। তবে আপনাকে জানিয়েদি যে, ২ তারিখের আগেই রাজ্যে সমস্ত স্কুলে ছুটি পরে যাবে। শনিবার থেকেই বন্ধ হয়ে যাবে রাজ্যের সমস্ত স্কুল কলেজ।
হ্যাঁ, ঠিকই পড়েছেন ২রা মে থেকে গ্রীষ্মের ছুটি শুরু হওয়ার সত্ত্বেও শনিবার থেকেই ছুটি পরে যাচ্ছে স্কুলে। এপ্রসঙ্গে ২রা মের আগের দিন অর্থাৎ সোমবার মে দিবসের ছুটি এবং রবিবারের ছুটির কারণে দু দিন আগেই স্কুলে ছুটি পরে যাচ্ছে। অর্থাৎ শনিবার দুপুরে স্কুল ছুটির পর থেকেই এবছরের গরমের ছুটি শুরু হয়ে যাচ্ছে।
তবে এই গরমের ছুটি কতদিন চলবে সে সম্পর্কে বর্তমানে কিছু বলা যাবে না। এবিষয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতর জানিয়েছে যে গরমের ছুটি কবে শেষ হবে তা ছুটি শেষ হওয়ায় কয়েকদিন আগে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ এখন যত দিন পর্যন্ত না গরমের ছুটি নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয় তত দিন রাজ্যে সমস্ত স্কুল বন্ধ থাকবে।
এটাও পড়ুন HS Syllabus: উচ্চমাধ্যমিকে যুক্ত হচ্ছে আরও দুটি বিষয়, বিজ্ঞপ্তি জারি করল সংসদ
এবিষয়ে জানা যাচ্ছে যে, যদি আবহাওয়া পরিস্থিতি ঠিক থাকে, তাহলে অন্যান্য বছরের তুলনায় কম সময়ের মধ্যেই এবছর গরমের ছুটি শেষ হয়ে যাবে। সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে, জুন মাসের প্রথমের দিকে তাপমাত্রা যদি স্বাভাবিক থাকে তাহলে আগেই গরমের ছুটি শেষ হয়ে যাবে।
তবে যদি আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকে, তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকে তাহলে এবছরের গরমের ছুটি লম্বা চলতে পারে। জানিয়েদি যে, গত বছরও এই কারণেই গরমের ছুটি বাড়ানো হয়েছিল। প্রসঙ্গত গত বছর প্রাথমিক ভাবে পয়লা মে থেকে ১৫ই জুন পর্যন্ত গরমের ছুটি জারি করা হয়েছিল। তবে প্রবল গরমের জেরে পরে ২৬শে জুন পর্যন্ত এই ছুটি বাড়ায় রাজ্য স্কুল শিক্ষা দফতর।
এটাও পড়ুন Cyclone Forecast: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গে
তবে এবছর গরমের ছুটি লম্বা হলে শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়াদের উপর চাপ বাড়তে পারে। কারণ রাজ্য স্কুল শিক্ষা দফতর জানিয়েছে যে গরমের ছুটিতে অপচয় হওয়া ক্লাসের ক্ষতিপূরণ করার জন্য ছুটির পরে অতিরিক্ত ক্লাস নিতে হবে।