May Bank Holidays: মে মাসে স্কুলের পাশাপাশি ব্যাঙ্কেও ছুটি, বন্ধ থাকছে প্রায় অর্ধেক দিন

গরমের কারণে ২রা মে থেকে ছুটি পড়ছে রাজ্যের স্কুলগুলিতে। তবে এই মে মাসে স্কুলের পাশাপাশি ব্যাঙ্কেও ছুটি থাকছে প্রায় অর্ধেক দিন। এবিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ইতিমধ্যেই মে মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশিত করা হয়েছে।

মে মাসে স্কুলের পাশাপাশি ব্যাঙ্কেও ছুটি, বন্ধ থাকছে প্রায় অর্ধেক দিন

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা প্রকাশিত তালিকা অনুযায়ী ২০২৩ এর মে মাসে দেশে মোট ১২ দিন ব্যাঙ্কের ছুটি থাকবে। এই দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে তাই ব্যাঙ্কের কর্মচারীদের পাশাপাশি গ্রহকদেরও এই দিনগুলির সম্পর্কে জানা দরকার।

জানিয়ে রাখি যে, এই ১২ দিনের মধ্যে রবিবার এবং মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের ছুটিও ধরা হয়েছে। তবে পশ্চিমবঙ্গের ব্যাংকগুলির ক্ষেত্রে এই ১২ দিনের মধ্যে মাত্র ৯ দিনই ছুটি থাকবে।

এটাও পড়ুন Early Summer Vacation: ২ তারিখ নয়, কাল থেকেই ছুটি পড়ছে স্কুলে, দেখে নিন বিস্তারিত

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা প্রকাশিত তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে সহ গোটা দেশে মাসের পয়লা দিনেই মে দিবস ও শ্রমিক দিবসের কারণে ব্যাঙ্কে ছুটি থাকবে। এরপর ৫ই মে বুদ্ধপূর্ণিমার কারণেও পশ্চিমবঙ্গে সহ গোটা দেশে এবং ৯ই মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর দরুন পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

এটাও পড়ুন HS Syllabus: উচ্চমাধ্যমিকে যুক্ত হচ্ছে আরও দুটি বিষয়, বিজ্ঞপ্তি জারি করল সংসদ

অন্যদিকে ১৬ই মে সিকিম দিবসের দিন শুধুমাত্র সিকিম রাজ্যের ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে। ২২ তারিখে মহারানা প্রতাপ জয়ন্তীর কারণে হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং রাজস্থানের ব্যাংকগুলি বন্ধ থাকবে। এবং সর্বশেষে কাজী নজরুল ইসলাম জয়ন্তীর দরুন ২৪ তারিখে ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

এটাও পড়ুন Summer Vacation Update: রাজ্যে কবে থেকে গ্রীষ্মের ছুটি পড়বে তা নিয়ে আবার বিজ্ঞপ্তি জারি করল মুখ্যমন্ত্রী

এছাড়া রবিবার এবং মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের দরুন ৭, ১৩, ১৪, ২১, ২৭ এবং ২৮শে মে সমগ্র দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই উক্ত দিনগুলিতে আপনার ব্যাঙ্কে যদি কোনও কাজ থাকে তাহলে তা আগেই সেরে নিন।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment