Summer Vacation Update: রাজ্যে কবে থেকে গ্রীষ্মের ছুটি পড়বে তা নিয়ে আবার বিজ্ঞপ্তি জারি করল মুখ্যমন্ত্রী

রাজ্যে তাপমাত্রা আবার ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। অন্যদিকে বৃষ্টির সম্বাভনাও শুক্রবার থেকে কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে গ্রীষ্মের ছুটি নিয়ে আবার বিজ্ঞপ্তি জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে বুধবার গরমের ছুটি পেছানোর দাবিকে প্রত্যাখান করে ২রা মে থেকেই গরমের ছুটি শুরু হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে কবে থেকে গ্রীষ্মের ছুটি পড়বে তা নিয়ে আবার বিজ্ঞপ্তি জারি করল মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত গত কয়েকদিনে রাজ্যে তাপমাত্রা একুট স্বাভাবিক হয়ে যাওয়া কারণে বেশকিছু শিক্ষক-শিক্ষিকা ২রা মেরে বদলে পূর্বে ঘোষিত ২৪শে মে থেকে গরমের ছুটি শুরু করার দাবি রেখেছিলো। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এই দাবিকে খারিজ করে সরাসরি জানিয়ে দিলেন যে, এবছর গরমের ছুটি ২রা মে থেকেই শুরু হচ্ছে।

তবে এই ছুটি কত দিন চলবে তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তেমন কিছু জানালেন না। এপ্রসঙ্গে রাজ্য স্কুল শিক্ষা দফতর থেকে জারি করা নির্দেশিকা অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে পরে গরমের ছুটি কবে শেষ হবে তা নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে।

এটাও পড়ুন Summer Vacation Date: ২ তারিখ না ২৪ তারিখ? দেখে নিন কবে থেকে শুরু হচ্ছে গরমের ছুটি

তবে রাজ্যের বেশকিছু শিক্ষক-শিক্ষিকা ২রা মে থেকে গরমের ছুটি শুরু না করার দাবি করছে। তারা জানাচ্ছে এত তাড়াতাড়ি গরমের ছুটি শুরু হলে পড়ুয়াদের পাঠক্রম শেষ করতে অসুবিধা হবে। এপ্রসঙ্গে জেলা ভিত্তিক গরমের ছুটিরও দাবি উঠেছে শিক্ষা মহলে।

এটাও পড়ুন Cyclone Forecast: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গে

গরমের ছুটির কারণে পড়ুয়াদের পঠন-পাঠণে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য রাজ্য স্কুল শিক্ষা দফতর ইতিমধ্যেই বেশকিছু পদক্ষেপ নিয়েছে। এবিষয়ে জানা যাচ্ছে যে, গরমের ছুটি শেষ হওয়ার পরে প্রয়োজন পড়লে অতিরিক্ত ক্লাস নিয়ে পড়ুয়াদের পাঠক্রম শেষ করানো হবে।

এটাও পড়ুন HS Exam Result Date: জুনে নয়, মে মাসেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট! জানালো সংসদ

তবে একদিকে যেমন ২রা মে থেকে গরমের ছুটি শুরু হচ্ছে ঠিক তার পাশাপাশি রাজ্যে তাপমাত্রাও আবার বাড়তে চলেছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এপ্রসঙ্গে দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে দিয়েছে। এবিষয়ে বিস্তারিত জানতে নিম্নের প্রতিবেদনটি পড়ুন।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment