স্টিল অথরিটি অফ ইন্ডিয়া নিয়ে এসেছে চাকরির দারুন সুযোগ। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমেই নিয়োগ করা হবে একাধিক পার্থীকে। পদের নাম, শুন্য পদের সংখ্যা, আবেদন করার যোগ্যতা ও পদ্ধতি সম্পর্কে জানতে এই প্রতিবেদনটি পড়তে থাকুন।

সম্প্রতি SAIL সংস্থার অফিসিয়াল পোর্টাল থেকে এক চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়। উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয় যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বার্নপুর নার্সিং হাসপাতালে নার্সিং টিউটর পদে প্রার্থী নিয়োগ করতে চলেছে। এবিষয়ে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া জানায় যে তারা নার্সিং টিউটরের মোট ২ টি শুন্য পদে অস্থায়ী ভাবে প্রার্থী নিয়োগ করবে।
গ্রাজুয়েশন নিয়ে নতুন নিয়ম চালু হতে চলেছে রাজ্যে, এখন গ্রাজুয়েশন করতে লাগবে ৪ বছর।
আবেদন করার যোগ্যতা: নার্সিং টিউটরের এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীর কাছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকার দ্বারা স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারমিডিয়েট ডিগ্রি (১০+২) থাকতে হবে। এছাড়া প্রার্থীর কাছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত সংস্থা থেকে B.Sc. নার্সিং / PB B.Sc. নার্সিং / MSc নার্সিং এর ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি প্রার্থীর কাছে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের সার্টিফিকেটে থাকতে হবে।
বয়সসীমা: এক্ষেত্রে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে ২৮শে মার্চ ২০২৩ অনুযায়ী General শ্রেণীর প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে, OBC শ্রেণীর প্রার্থীদের বয়স ৩৮ বছরের মধ্যে হতে হবে, ST/SC শ্রেণীর প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া PH প্রার্থীদে বয়সের উর্ধ সীমায় বিশেষ ছাড় রয়েছে।
বেতন: SAIL নার্সিং টিউটর পদের মাসিক বেতন ২৫০০০ টাকা নির্ধারিত করা হয়েছে। এবিষয়ে জানিয়ে রাখি যে, বর্তমানে প্রার্থীদের অস্থায়ী ভাবে ৬ মাসের জন্য নিয়োগ করা হবে। তবে এক্ষেত্রে পরে চাকরির মেয়াদ আরো ৬ মাস বাড়ানো যেতে পারে।
আবদেন করার পদ্ধতি: স্টিল অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে এক্ষেত্রে কোনও রকম আবেদন করতে হবে না। আগ্রহী প্রার্থীদের আগামী ২৮শে মার্চ সকাল ৯ টা থেকে ১১ টার মধ্যে ইন্টারভিউ এর মাধ্যমে নিম্নের ঠিকানায় নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রার্থীদের প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যাওয়া নির্দেশ দেওয়া হয়েছে। এবিষয়ে অতিরিক্ত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি (https://ucanapplym.s3.ap-south-1.amazonaws.com/sail/pdf/Nursing%20Tutor.pdf) দেখুন।
CRPF Recruitment 2023: ৯২১২ টি শুন্য পদে CRPF এ নিয়োগ চলছে, দেখেনিন আবেদন করার যোগ্যতা ও পদ্ধতি।
ইন্টারভিউ এর ঠিকানা: Confluence, Opposite. To Burnpur Post Office, Near Bharti Bhawan, Burnpur-713325, District: Paschim Bardhaman, West Bengal
👉 Petrol-Diesel Price: মধ্যবিত্তের জন্য বিরাট সুখবর, শীঘ্রই কমতে চলেছে পেট্রোল-ডিজেলের দাম।
👉 ৮০০০০ টাকার বেতনে WBPDCL সংস্থায় চাকরির সুযোগ, ইন্টারভিউ এর মাধ্যমে একাধিক পদে নিয়োগ চলছে।