Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিম থেকে পেয়ে যান ৫০ লক্ষ টাকা পর্যন্তের আর্থিক সুবিধা।

পোস্ট অফিস গ্রাহকদের জন্য দারুন সুখবর। এখন আপনি অল্প বিনিয়োগের মাধ্যমে পোস্ট অফিস থেকে পেয়ে যেতে পারেন ৫০ লক্ষ টাকা। আজেকের এই প্রতিবেদনে আমরা পোস্ট অফিসের এই রকমই একটি স্কিমের ব্যাপারে আলোচনা করবো।

Get 50 Lakh Rupees From Post Office Scheme Postal Life Insurance

প্রসঙ্গত আমরা এখানে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এর কথা বলছি। পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এর অন্তর্গত স্কিমগুলি দেশের সবচেয়ে সুবিধাজনক হওয়ার পাশাপাশি কম-প্রিমিয়ামে যুক্ত বিনিয়োগের সুবিধা দেয়। জানিয়ে রাখি যে, পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স দেশের সর্বপ্রথম বিমা প্রকল্প। এছাড়া এটি সরকারি স্কিম হওয়ার কারণে এখানে আপনার টাকাও সুরক্ষিত থাকে।

পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এ বিনিয়োগ করে আপনি সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। এই স্কিমে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীর বয়স ১৯ বছর থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে। এই স্কিমে একদিকে যেমন ট্যাক্স সেভিং এর সুবিধা রয়েছে তেমন আপনি এই স্কিম থেকে বোনাসও পেতে পারেন। এছাড়া পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স স্কিমে রয়েছে সম্পূর্ণ জীবন বীমার সুবিধাও। এই স্কিম থেকে বিনিয়োগকারীরা সর্বনিম্ন ২০০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পেতে পারে। এক্ষেত্রে টাকার পরিমানটা আপনার বিনিয়োগ করা টাকা ও সময়ের নির্ভর করবে।

এবিষয়ে আরো জানিয়ে রাখি যে, আপনি পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম থেকে খুব অল্প সুদে লোনও নিতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে অন্তত চার বছর ধরে এই স্কিমে বিনিয়োগ করতে হবে।

আপনি চাইলে বিনিয়োগ করার ৩ বছরের পর আপনি এই পলিসি বন্ধ করে দিতে পারবেন। তবে জানিয়ে রাখি যে, আপনি যদি ৫ বছরের আগে পলিসি বন্ধ করে দেন তাহলে আপনি বোনাসের সুবিধা পাবেন না।

জীবন বীমার দিকথেকে দেখতে গেলে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স স্কিমে বিনিয়োগকারী যদি কোনও কারণ বসত মারা যায়, তাহলে সমস্ত টাকা নমিনিকে দেওয়া হয়।

পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স স্কিমে বিনিয়োগ করতে ইচ্ছুক ব্যক্তিরা https://pli.indiapost.gov.in পোর্টাল থেকে এবিষয়ে বিস্তারিত জেনে তারপর বিনিয়োগ করতে পারেন।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment