গ্রাজুয়েশন নিয়ে নতুন নিয়ম চালু হতে চলেছে রাজ্যে, এখন গ্রাজুয়েশন করতে লাগবে ৪ বছর।

রাজ্যের ছাত্র-ছাত্রী বিশেষ করে যারা এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর। আগামী শিক্ষা বর্ষ থেকে স্নাতক (Graduation) এর পড়াশোনার নিয়মে বড়সড় পরিবর্তন হতে চলেছে। সামনের শিক্ষা বর্ষ থেকে স্নাতক এর পড়াশোনা সম্পন্ন করার জন্য ৪ বছর সময় লাগবে।

New rules have been introduced for graduation in West Bengal

প্রসঙ্গত রাজ্য সরকার গত শুক্রবার রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিকে একটি নোটিস পাঠায়। সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে ওই নোটিসে বিশ্ববিদ্যালয় গুলিকে স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করার সময় ৪ বছর করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

২৪ মার্চের মধ্যে করতে হবে এই কাজ, নাহোলেই বন্ধ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

এবিষয়ে কেন্দ্রের ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা UGC গত বছর দেশের সকল রাজ্যের শিক্ষা দফতরকে গ্রাজুয়েশন কোর্সের সময়সীমা চার বছর করার পরামর্শ দিয়ে ছিল। এবার এই পরামর্শকে মেনে নিলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অর্থাৎ সামনের শিক্ষা বর্ষ থেকে ছাত্র-ছাত্রীদের গ্রাজুয়েশন করতে চার বছর সময় লাগবে।

এই বিষয় টি এবছর যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আসন্ন শিক্ষা বর্ষে ২০২৩ এর উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীরাই স্নাতক স্তরের পড়াশোনার জন্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। এবিষয়ে জানিয়ে রাখা দরকার যে বর্তমেন রাজ্যে সাধারণত স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করার জন্য ৩ বছর সময় লাগে।

Petrol-Diesel Price: মধ্যবিত্তের জন্য বিরাট সুখবর, শীঘ্রই কমতে চলেছে পেট্রোল-ডিজেলের দাম।

উক্ত নোটিসে রাজ্য সরকার রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিকে আরো নির্দেশ দিয়েছে যে, ছাত্রছাত্রীদের সুবিধার্থে অতিশীঘ্রই বিশ্ববিদ্যালয় গুলিকে ন্যাশানাল অ্যাকাডেমিক ডিপোজিটারি এবং ন্যাশানাল ডিজিলকারে এনরোল করার প্রস্তুতি নিতে হবে। কারণ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (UDC) এই বছর থেকেই অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস-এর নিয়মে বড়সড় পরিবর্তন করতে চলেছে। যার কারণে দেশের সকল বিশ্ববিদ্যালয় গুলি খুব সহজেই ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্কের সঙ্গে যুক্ত হতে পারবে।

👉 Aadhaar Card Update: এখনই বিনামূল্যে করে নিন আধার কার্ডের এই কাজটি, নাহোলেই পরে খসাতে হবে গাঁটের করি।

👉 ৮০০০০ টাকার বেতনে WBPDCL সংস্থায় চাকরির সুযোগ, ইন্টারভিউ এর মাধ্যমে একাধিক পদে নিয়োগ চলছে।

👉 AIIMS Kalyani Recruitment: এমস কল্যাণী মেডিক্যালে ১৫ হাজার টাকা থেকে শুরু করে ৬০ হাজার টাকার বেতনে বিভিন্ন পদে নিয়োগ চলছে।

👉 Lok Sabha Recruitment 2023: ১৭৭৫০০ টাকার বেতনে লোকসভায় চাকরির সুযোগ, দেখেনিন আবদেন করার পদ্ধতি ও যোগ্যতা।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment