প্যান-আধার লিঙ্ক করতে গিয়ে অনেকেই করছে এই ভুল, যার কারণে ১০ হাজার টাকার জরিমানা সহ জেলও হতে পারে।

এটা তো এখন সকলেই জানে যে, ৩১শে মার্চের মধ্যে প্যান-আধার লিঙ্ক না করলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এবিষয়ে অনেকেই প্যান কার্ড নিষ্ক্রিয় হওয়া থেকে বাঁচার জন্য ইতমধ্যেই ১০০০ টাকা ফি দিয়ে প্যান-আধার লিঙ্ক করে ফেলেছে। তবে প্যান-আধার লিঙ্ক করার ক্ষেত্রে এমন বেশকিছু ব্যক্তি রয়েছে যারা এই কাজটি করতে গিয়ে বড়সড় ভুল করছে। এই ভুলটি এতটাই বড় যে, এর জন্য জেল সহ ১০,০০০ টাকার জরিমানাও লাগতে পারে।

PAN-Aadhaar link mistake can lead to jail with a fine of 10,000 rupees

প্রসঙ্গত বেশকিছু অতি চালাক ব্যক্তি প্যান-আধার লিঙ্ক করার ১০০০ টাকার ফি বাঁচানোর জন্য একটি অভিনব পদ্ধতির ব্যবহার করছে। তারা ১০০০ টাকার ফি দিয়ে প্যান-আধার লিঙ্ক করার বদলে ১০৭ টাকা দিয়ে নতুন প্যান কার্ড তৈরী করে নিচ্ছে।

Aadhar Card Update: আধার কার্ড আপডেট না করলে বন্ধ হয়ে যাবে আধার কার্ড! দেখে নিন কি জানাচ্ছে UIDAI

তবে এবিষয়ে আয়কর বিভাগ কড়াকড়ি জানিয়ে দিয়েছে যে, একজন ব্যক্তির কাছে একধিক প্যান কার্ড থাকলে তার উপর ১০ হাজার টাকার জরিমানা ও জেলের শাস্তি হতে পারে। তাই টাকা বাঁচানোর জন্য এই রকম কোনও পদ্ধতি ব্যবহার করা মোটেও উচিত নয়।

এবিষয়ে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড যদি এখনো পর্যন্ত লিঙ্ক না হয়ে থাকে তাহলে অতি শীঘ্রই তা করে নিন। কারণ হাতে আর অল্প মাত্র সময় রয়েছে।

আধার কার্ডের সঙ্গে AI লিঙ্ক করতে চলেছে সরকার, এখন থেকে আধার কার্ডেও ব্যবহার হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হলে আপনাকে সবার প্রথমে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েব পোর্টাল https://www.incometax.gov.in/iec/foportal/ এ যেতে হবে।

ইনকাম ট্যাক্সের অফিসিয়াল পোর্টালে গিয়ে Quick Links বিভাগের অন্তর্গত Link Aadhaar বিকল্পটিতে ক্লিক করতে হবে।

LPG Subsidy: গ্যাস সিলিন্ডার নিয়ে বড় ঘোষণা মোদী সরকারের, সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে ভর্তুকী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

এরপর আপনার স্ক্রিনে একটি ফর্ম আসবে, ওই ফর্মটিতে আপনার প্যান নম্বর ও আধার নম্বর দিয়ে Validate বাটনে ক্লিক করতে হবে। এরপর ওটিপি ভেরিফিকেশন করে ১০০০ টাকার পেমেন্ট করলেই আপনার প্যান-আধার লিঙ্ক হয়ে যাবে।

👉 Aadhaar-Ration Linking: আধার লিঙ্ক নিয়ে বড় স্বস্তি, ৩০ জুন পর্যন্ত বাড়ানো হলো আধার-রেশন লিঙ্ক করার সময়সীমা।

👉 আগামী ৫ দিনের মধ্যে করতে হবে এই ৫ টি কাজ, নাহোলেই পরবেন বিরাট সমস্যায়।

👉 Aadhaar Card Update: বিনামূল্যে বাড়িতে বসে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার পদ্ধতিটি ধাপে ধাপে দেখে নিন।

👉 Pan-Aadhar Link: প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করলেই খালি হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখনই সাবধান হয়ে যান।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment