Pan-Aadhar Link: প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করলেই খালি হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখনই সাবধান হয়ে যান।

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করলেই খালি হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। হ্যাঁ বন্ধুরা ঠিকই পড়েছেন, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ঘটনা উঠে এসেছে যেখানে প্যান-আধার লিঙ্ক করতে গিয়ে হতে হচ্ছে প্রতারণার শিকার। তাই এবিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা।

Linking PAN card Aadhaar card will empty bank account, beware now

সবার আগে জানিয়েদি যে, ৩১শে মার্চ ২০২৩ এর মধ্যে প্যান-আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। এবিষয়ে আপনার প্যান-আধার যদি এখনো পর্যন্ত লিঙ্ক না হয়ে থাকে তাহলে তা শীঘ্রহি করে নিন। তবে প্যান-আধার লিঙ্ক করার সময় সতর্ক থাকা উচিত।

হাতে আর বেশি সময় নেই, তাই প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে নাকি শেষ বারের মতো একবার যাচাই করে নিন।

প্রসঙ্গত সম্প্রতি এমন অনেক ঘটনা উঠে এসেছে যেখানে, প্রতারকরা প্যান-আধার লিঙ্ক করার একটি এসএমএস পাঠায়। এসএমএস টা এমন ভাবে পাঠানো হয় যে মনে হয় এসএমএস টা ব্যাঙ্কের তরফে পাঠানো হয়েছে। মূলত এসএমএস টিতে আপনাকে আপনার প্যান-আধার লিঙ্ক করার জন্য একটি লিংকে ক্লিক করতে বলা হয়। আর যখনি কেও ওই লিংকে ক্লিক করে প্যান-আধার লিঙ্ক করতে যাই তখনই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যায়।

এছাড়াও প্রতারকরা আরো এক ধরণের এসএমএস পাঠিয়ে প্রতারণা করে। প্রসঙ্গত প্রতারকরা বিনামূল্যে প্যান-আধার লিঙ্ক করার টোপ দিয়েও সাধারণ মানুষদের প্রতারণা করছে।

দ্বাদশ শ্রেণীর পরীক্ষার টপারদের ১ লক্ষ টাকা ও ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই রাজ্যের সরকার।

কিভাবে এই প্রতারণার হাত থেকে বাঁচবেন?

এই ধরনের প্রতারনার হাত থেকে বাঁচার জন্য বিশেষজ্ঞরা বেশকিছু পরামর্শ দিয়েছে। প্রথমত এসএমএসে আসা লিংকে সাবধানতার সাথে ক্লিক করা উচিত। এবং প্যান-আধার লিঙ্ক করার ক্ষেত্রে আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট https://www.incometax.gov.in/iec/foportal/ থেকেই করা উচিত।

👉 ২৫,০০০ টাকার বেতনে রাজ্যে সরকারি চাকরির সুযোগ, রাজ্যের কৃষি দফতরে একাধিক পদে নিয়োগ চলছে।

👉 SBI Recruitment 2023: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াই চাকরির দারুন সুযোগ, শুধু ইন্টারভিউ এর মাধ্যমেই নিয়োগ হবে একাধিক পদে।

👉 Aadhaar Card Update: বাড়িতে বসে আধার কার্ডে কী কী পরিবর্তন করতে পারবেন এবং কিভাবে পরিবর্তন করবেন দেখেনিন।

👉 কলকাতায় সরকারি চাকরির দারুন সুযোগ, ১০ টি শুন্য পদে নিয়োগ করছে কলকাতা কর্পোরেশন।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment