Aadhaar Card Update: বিনামূল্যে বাড়িতে বসে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার পদ্ধতিটি ধাপে ধাপে দেখে নিন।

বর্তমানে UIDAI আগামী তিন মাসের জন্য বিনামূল্যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার সুবিধা চালু করেছে। এই সুবিধাটি ১৫ই মার্চ ২০২৩ থেকে ১৪ই জুন ২০২৩ পর্যন্ত চলবে বলে জানিয়েছে UIDAI সংস্থা। এই সময়কালের মধ্যে আপনি আপনার আধার কার্ডে প্রুফ অফ আইডেন্টিটি ও প্রুফ অফ এড্রেস বিনামূল্যে আপডেট করতে পারবেন।

Step by step guide to update Aadhaar card documents for free

আজকের ভারতে সবথেকে গুরুত্বপূর্ণ সরকারি নথি হল আধার কার্ড। সরকারি প্রকল্প থেকে শুরু করে KYC ও চাকরির আবেদন এখন সর্বত্রেরই আধার কার্ড একটি বাধ্যতামূলক নথি হয়ে উঠেছে। তাই আধার কার্ডকে সর্বদা নির্ভুল এবং আপটুডেট রাখা উচিত। এবার এই মর্মেই UIDAI বিনামূল্যে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার সুবিধাটি বিনামূল্যে চালু করেছে।

জানিয়েদি যে, বর্তমানে যাদের আধার কার্ড ১০ বছর পুরনো এবং গত ১০ বছরে একবারও আপডেট করা হয়নি তাদেরকে অতি শীঘ্রহি আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার নির্দেশ দিয়েছে UIDAI সংস্থা।

আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার জন্য আপনাকে সবার প্রথমে https://myaadhaar.uidai.gov.in/ পোর্টালে যেতে হবে। মাই আধার পোর্টালে গিয়ে login বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার স্ক্রিনে একটি লগইন ফর্ম আসবে, ওই ফর্মে আপনার আধার নম্বর দিয়ে ক্যাপচা ফিল করে Send OTP বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, ওই ওটিপিটা উক্ত ফর্মে দিয়ে Login বাটনে ক্লিক করতে হবে।

Pan-Aadhar Link: প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করলেই খালি হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখনই সাবধান হয়ে যান।

লগইন করার পর আপনার স্ক্রিনে মাই আধার ড্যাশবোর্ড খুলে যাবে। এরপর ড্যাশবোর্ডের নিচের দিকে গিয়ে Document Update বাটনে ক্লিক করে Next বাটনে ক্লিক করতে হবে।

এরপর আরো একবার Next বাটনে ক্লিক করতে হবে। Next বাটনে ক্লিক করার পর আপনার স্ক্রিনে আপনার আধার কার্ডের সমস্ত তথ্য চলে আসবে। ওই তথ্য গুলি সঠিক কিনা ভেরিফাই করে Next বাটনে ক্লিক করতে হবে।

RBI Recruitment 2023: রিজার্ভ ব্যাঙ্কে চাকরির দারুন সুযোগ, মাধ্যমিক পশে ৬০০০০ টাকার বেতনে নিয়োগ হচ্ছে।

এরপর আপনাকে আপনার প্রুফ অফ আইডেন্টিটি ও প্রুফ অফ এড্রেসের নথি আপলোড করতে হবে। এক্ষেত্রে আপনি প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাসেন্স ইত্যাদি আপলোড করতে পারেন। এবং প্রুফ অফ এড্রেসের নথি হিসাবে আপনি ব্যাঙ্কের পাসপোর্ট, ইলেকট্রিক বিল, গ্যাসের বিল ইত্যাদি আপলোড করতে পারেন।

এক্ষেত্রে ডকুমেন্ট আপলোড করার জন্য স্ক্রিনে দেওয়া Upload Document বাটনে ক্লিক করে ক্যামেরা বেছেনিতে হবে। এরপর আপনার ডকুমেন্টের ছবি তুললেই ডকুমেন্ট আপলোড হয়ে যাবে। প্রুফ অফ আইডেন্টিটি ও প্রুফ অফ এড্রেসের নথি আপলোড করার পর নিচের ঠিক চিহ্নে ক্লিক করতে হবে।

হাতে আর বেশি সময় নেই, তাই প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে নাকি শেষ বারের মতো একবার যাচাই করে নিন।

এরপর Next বাটনে ক্লিক বাটনে ক্লিক করে Okay বাটনে ক্লিক করে Submit বাটনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে ১৪ই জুন ২০২৩ পর্যন্ত আপনাকে কোনও ফি দিতে হবে না। তবে আপনি যদি ১৪ই জুনের পরে এই কাজটি করেন তাহলে আপনাকে ২৫ টাকার পেমেন্ট করতে হবে।

👉 Central Bank of India Recruitment 2023: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির দারুন সুযোগ, ৫০০০ শুন্য পদে নিয়োগ চলছে।

👉 দ্বাদশ শ্রেণীর পরীক্ষার টপারদের ১ লক্ষ টাকা ও ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই রাজ্যের সরকার।

👉 ২৫,০০০ টাকার বেতনে রাজ্যে সরকারি চাকরির সুযোগ, রাজ্যের কৃষি দফতরে একাধিক পদে নিয়োগ চলছে।

👉 SBI Recruitment 2023: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াই চাকরির দারুন সুযোগ, শুধু ইন্টারভিউ এর মাধ্যমেই নিয়োগ হবে একাধিক পদে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment