আধার কার্ডের সঙ্গে AI লিঙ্ক করতে চলেছে সরকার, এখন থেকে আধার কার্ডেও ব্যবহার হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

আধার কার্ড সংক্রান্ত প্রতারণা গুলি রুখতে UIDAI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত একটি নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করতে চলেছে। সম্পত্তি কয়েকদিন আগে UIDAI কর্তৃপক্ষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং ভিত্তিক একটি নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা করে।

UIDAI Rolls Out AI Based New Security Mechanism

সূত্রের অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট অথেনটিকেশন পক্রিয়া কে দ্রুত করা এবং জালিয়াতি থেকে রুখতে এই নিরাপত্তা ব্যবস্থাটি তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে। এবিষয়ে UIDAI জানিয়েছে এই নিরাপত্তা ব্যবস্থাটি সম্পূর্ণ রূপে ভারতেই তৈরী করা হয়েছে।

LPG Subsidy: গ্যাস সিলিন্ডার নিয়ে বড় ঘোষণা মোদী সরকারের, সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে ভর্তুকী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

UIDAI দ্বারা জারি করা তথ্য অনুযায়ী AI এবং মেশিন লার্নিং এর উপর ভিত্তি করে এই নিরাপত্তা ব্যবস্থাটি আঙ্গুলের ছাপের সজীবতা, আঙ্গুলের ছবি এবং আধার ডেটাবেসকে ব্যবহার করে দ্রুত এবং সুরক্ষিত ভাবে ফিঙ্গারপ্রিন্ট অথেনটিকেশন করতে সাহায্য করবে।

দ্রুত এবং সুরক্ষিত হওয়ার কারণে এই নিরাপত্তা ব্যবস্থাটি মাধ্যমে সাধারণ মানুষ আধার অথেনটিকেশনের দ্বারা খুব সহজেই সুরক্ষিত ভাবে টাকা লেনদেন করতে পারবে বলে জানিয়েছে UIDAI সংস্থা।

Aadhaar-Ration Linking: আধার লিঙ্ক নিয়ে বড় স্বস্তি, ৩০ জুন পর্যন্ত বাড়ানো হলো আধার-রেশন লিঙ্ক করার সময়সীমা।

এবিষয়ে জানিয়েদি যে ২০২২ এর ডিসেম্বর পর্যন্ত প্রায় ৮৮.২৯ বিলিয়ন লেনদেন আধার অথেনটিকেশনের মাধ্যমে হয়েছে। যা হিসাব করে দেখলে প্রতিদিনের প্রায় ৭০ মিলিয়ন বা ৭ কোটি লেনদেন হয়। তাই ফিঙ্গারপ্রিন্ট অথেনটিকেশন দ্বারা লেনদেনের পদ্ধতিকে সুরক্ষা প্রদান করা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠে।

বিশেষজ্ঞদের মতে এই নিরাপত্তা ব্যবস্থাটি প্রধানত ব্যাংকিং, টেলিকম, সরকারি প্রকল্পে এবং সরকারী সেক্টরে ব্যবহার হতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছে যে এই নিরাপত্তা ব্যাবস্থাটির কারণে এই সেক্টর গুলি বিশেষ ভাবে সাহায্য পাবে।

আগামী ৫ দিনের মধ্যে করতে হবে এই ৫ টি কাজ, নাহোলেই পরবেন বিরাট সমস্যায়।

এবিষয়ে আধার সংস্থা UIDAI জানিয়েছে যে এই নিরাপত্তা ব্যবস্থাটি সম্পূর্ণ ভাবে তৈরী হয়ে গেছে। এবার UIDAI আধার অথেনটিকেশন ব্যবহারকারী এজেন্সি গুলিকে এই নিরাপত্তা ব্যবস্থাটি সুবিধা সম্পর্কে জানিয়েছে। অর্থাৎ অতি শীঘ্রহি এই ব্যবস্থাটি চালু হয়ে যাবে।

👉 Aadhaar Card Update: বিনামূল্যে বাড়িতে বসে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার পদ্ধতিটি ধাপে ধাপে দেখে নিন।

👉 Pan-Aadhar Link: প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করলেই খালি হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখনই সাবধান হয়ে যান।

👉 RBI Recruitment 2023: রিজার্ভ ব্যাঙ্কে চাকরির দারুন সুযোগ, মাধ্যমিক পশে ৬০০০০ টাকার বেতনে নিয়োগ হচ্ছে।

👉 WBSEDCL সংস্থায় ৪৮ হাজার টাকার মাসিক বেতনে চাকরির সুযোগ, শুধু মাত্র ইন্টারভিউ এর মাধ্যমেই নিয়োগ হচ্ছে একাধিক পদে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment