Aadhar Card Update: আধার কার্ড আপডেট না করলে বন্ধ হয়ে যাবে আধার কার্ড! দেখে নিন কি জানাচ্ছে UIDAI

আজকের দিনে সবথেকে গুরুত্বপূর্ণ সরকারি ডকুমেন্ট হয়ে উঠেছে আধার কার্ড। রেশন থেকে শুরু করে টাকা লেনদেন, এখন সবকিছুতেই প্রয়োজন হয় আধার কার্ডের। তাই এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টিকে সর্বদা সুরক্ষিত এবং আপ-টু-ডেট রাখা উচিত। আধার কার্ড আপডেট করার বিষয়ে আধার সংস্থা UIDAI জানিয়েছে, ১০ বছর আগে তৈরী অথবা আপডেট করা আধার কার্ডকে অতি শীঘ্রই আপডেট করতে হবে।

Will aadhar card become inactive if aadhar card is not updated

তবে আধার আপডেট করার বিষয়ে বর্তমানে অনেকের মনেই একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। একদিকে অনেকে বলছে যে, ১০ বছর পুরানো আধার কার্ড আপডেট না করলে বন্ধ হয়ে যাবে আধার কার্ড। আবার অন্যদিকে একদল বলছে যে আধার কার্ড আপডেট না করলেই চলবে। তবে এবিষয়ে আধার সংস্থা UIDAI কি জানাচ্ছে তা দেখে নিন।

Pan-Aadhar Link: প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করলেই খালি হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখনই সাবধান হয়ে যান।

প্রসঙ্গত গত কয়েক মাস ধরেই UIDAI ১০ বছর আগে তৈরী অথবা ১০ বছর আগে আপডেট করা আধার কার্ডকে আপডেট করার নির্দেশ দিচ্ছে। তবে UIDAI এবিষয়ে জানিয়েছে যে বর্তমানে আধার আপডেট বাধ্যতামূলক নয়। অর্থাৎ আপনার আধার কার্ড ১০ বছর পুরানো এবং ১০ বছর আগে আপডেট করার সত্বেও আপনি যদি আধার কার্ড আপডেট না করেন তাহলে আপনার আধার কার্ড বন্ধ হবে না।

আধার কার্ড বন্ধ না হলেও আপনাকে আপনার আধার কার্ড আপডেট করে নেওয়া উচিত। কারণ এতদিন পর্যন্ত আধার কার্ড বাড়িতে বসে আপডেট করার জন্য ২৫ টাকা এবং আধার কেন্দ্র থেকে আপডেট করার জন্য ৫০ টাকা খরচ হতো। তবে সম্প্রতি এবিষয়ে UIDAI এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করে যে আগামী তিন মাসের জন্য অর্থাৎ ১৪ই জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আধার কার্ড আপডেট করার জন্য কোনও ফি দিতে হবে না।

আগামী তিন মাস আপনি একদম বিনামূল্যে আপনার আধার কার্ডের প্রুফ অফ আইডেন্টিটি ও প্রুফ অফ এড্রেস আপলোড করতে পারবেন। তাই বেশি দেরি না করে অতি শীঘ্রই আপনার পুরানো আধার কার্ডকে আপডেট করে নিন। এবিসিয়ে বিনামূল্যে এই কাজটি করার জন্য নিচের প্রতিবেদনটি পড়ুন।

Aadhaar Card Update: বিনামূল্যে বাড়িতে বসে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার পদ্ধতিটি ধাপে ধাপে দেখে নিন।

পুরানো আধার কার্ড আপডেট করার জন্য অনলাইনের আপলোড ফি, ফ্রি করার পাশাপাশি কেন্দ্র সরকার সারা দেশ জুড়ে হাজার হাজার আধার সেন্টার খুলেছে। আপনি এই আধার সেন্টার গুলি থেকে ডকুমেন্ট আপলোড করার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট, ছবি, ফোন নম্বর ইত্যাদিও আপডেট করতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে ফি দিতে হবে।

👉 আধার কার্ডের সঙ্গে AI লিঙ্ক করতে চলেছে সরকার, এখন থেকে আধার কার্ডেও ব্যবহার হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

👉 LPG Subsidy: গ্যাস সিলিন্ডার নিয়ে বড় ঘোষণা মোদী সরকারের, সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে ভর্তুকী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

👉 Aadhaar-Ration Linking: আধার লিঙ্ক নিয়ে বড় স্বস্তি, ৩০ জুন পর্যন্ত বাড়ানো হলো আধার-রেশন লিঙ্ক করার সময়সীমা।

👉 আগামী ৫ দিনের মধ্যে করতে হবে এই ৫ টি কাজ, নাহোলেই পরবেন বিরাট সমস্যায়।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment