মধ্যবিত্তের জন্য দারুন সুখবর, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) অন্তর্গত সুবিধাভোগীদের ২০০ টাকার ভর্তুকি যুক্ত রান্নার গ্যাস প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এই দরুন সিদ্ধান্তের কারণে দেশের মধ্যবিত্ত অন্তত আগামী এক বছর পর্যন্ত একটু সস্তায় রান্নার গ্যাস পাবে।
গত শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেন যে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে LPG সিলিন্ডারের ভর্তুকির মেয়াদ আগামী এক বছর পর্যন্ত বাড়ানো হচ্ছে। অনুরাগ ঠাকুর জানান যে আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির হাত থেকে মধ্যবিত্তকে রক্ষা করার জন্য এই সিধান্ত নেওয়া হয়েছে।
এবিষয়ে তিনি আরও জানান যে ২০২২-২৩ আর্থিক বর্ষে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ভর্তুকীর জন্য কেন্দ্র ৬,১০০ কোটি টাকা খরচ করেছে। এবং ২০২৩-২৪ আর্থিক বর্ষে জন্য কেন্দ্র সরকার ইতিমধ্যেই ৭৬৮০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই ৭৬৮০ কোটি টাকা দিয়ে প্রায় ৯.৫৯ কোটি পরিবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত আগামী এক বছরের জন্য রান্নার গ্যাসে (১৪.২ কেজি) ভর্তুকীর সুবিধা পাবে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা মাধ্যমে দেশের গরিব ও মধ্যবিত্ত পরিবারকে ভর্তুকীযুক্ত রান্নার গ্যাস প্রদান করা হয়। এই প্রকল্পের অন্তর্ভুক্ত পরিবারকে প্রতিবছর মোট ১২ টি এলপিজি সিলিন্ডার ভর্তুকির সাথে প্রদান করা হয়। এক্ষেত্রে কেন্দ্র সরকার প্রতি সিলিন্ডার ২০০ টাকা ভর্তুকি হিসাবে দেয়। ভর্তুকির এই টাকা সরাসরি গ্রহকের ব্যাঙ্কে জমা হয়ে যায়।
আগামী ৫ দিনের মধ্যে করতে হবে এই ৫ টি কাজ, নাহোলেই পরবেন বিরাট সমস্যায়।
সরকারের এ ভর্তুকি দেওয়ার পেছনে মূলত দুটি কারণ রয়েছে। LPG সিলিন্ডারের ভর্তুকি একদিকে যেমন মধ্যবিত্ত পরিবারকে আন্তর্জাতিক বাজারের জ্বালানির মূল্যবৃদ্ধির হাত থেকে রক্ষা করে, তেমন অন্যদিকে এলপিজি গ্যাস ব্যবহার করার জন্য মধ্যবিত্ত পরিবারকে উত্সাহিত করে।
তবে কেন্দ্র একদিকে যেমন এলপিজি গ্যাসের ওপর ভর্তুকী প্রদান করে গরিব ও মধ্যবিত্ত পরিবারকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে তেমন অন্যদিকে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে ভর্তুকী ছাড়া গ্যাস সিলিন্ডার দাম আকাশ ছুঁয়েছে। মার্চ মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম ১০৭৯ টাকা থেকে ৫০ টাকা বেড়ে ১১২৯ টাকা হয়েছে এবং বাণ্যিজিক গ্যাস সিলিন্ডারের দাম ১৮৬৯ টাকা থেকে ৩৫০ টাকা বেড়ে ২২২১ টাকা হয়েছে।
👉 ৮০ হাজার টাকার বেতনে IIFCL সংস্থায় চাকরির দারুন সুযোগ, এখনই আবেদন করুন।