বর্তমানে প্যান কার্ড, রেশন কার্ড থেকে শুরু করে মোবাইল নম্বর সর্বত্রই আধার লিঙ্ক করা বাধ্যতামূলক হয়ে উঠেছে। এবার এই মর্মেই বড়সড় আপডেট উঠে আসছে আধার-রেশন কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে। প্রসঙ্গত আধার-রেশন লিঙ্ক করার শেষ তারিখ ৩১শে মার্চ নির্ধারিত করে ছিল কেন্দ্র সরকার। তবে বহু মানুষের এখনও পর্যন্ত আধার-রেশন লিঙ্ক না হওয়ার কারণে এর সময়সীমা বাড়ালো কেন্দ্র সরকার।
সরকার মূলত রেশন কার্ডের মাধ্যমে দেশের সাধারণ মানুষদের ভর্তুকিযুক্ত খাদ্যশস্য এবং জ্বালানী প্রদান করে। তবে রেশন কার্ডের আরো একটি গুরুত্ব রয়েছে, রেশন কার্ড অনেক ক্ষেত্রেই পাসপোর্ট এবং প্যান কার্ডের মতো পরিচয় এবং ঠিকানার প্রমাণ পত্র হিসাবেও ব্যবহার করা হয়। তাই এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টটিকে সব সময় সক্রিয় রাখা উচিত। এবিষয়ে জানিয়েদি যে, আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকলে আপনার রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।
আগামী ৫ দিনের মধ্যে করতে হবে এই ৫ টি কাজ, নাহোলেই পরবেন বিরাট সমস্যায়।
এর আগে সরকার আধার-রেশন লিঙ্ক করার সময়সীমা ৩১শে মার্চ ২০২৩ নির্ধারিত করেছিল। তবে গত বৃহস্পতিবার খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন দফতরের দ্বারা জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী আধার-রেশন লিঙ্ক করার সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে।
এবিষয়ে আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড যদি এখনো পর্যন্ত লিঙ্ক না হয়ে থাকে। তাহলে আপনাকে সবার প্রথম রাজ্যের রেশন পোর্টালের লিঙ্ক আধার পেজ https://wbpds.wb.gov.in/(S(rinculyyrpqhjeoj52u51w5e))/EKYC_otp.aspx এ যেতে হবে। ওখানে গিয়ে আপনার রেশন কার্ডের শ্রেণী বেছে নিয়ে রেশন কার্ডের নম্বর তা দিয়ে Search বাটনে ক্লিক করতে হবে।
Search বাটনে ক্লিক করার পর আপনার স্ক্রিনে আপনার রেশন কার্ডের সমস্ত তথ্য চলে আসবে। উক্ত তথ্যে যদি আপনার আধার নম্বর না থাকে তাহলে নিচে দেওয়া ঠিক চিহ্নটিতে ক্লিক করতে হবে। এরপর আপনার আধার নম্বরটি দিয়ে Send OTP বাটনে ক্লিক করে ওটিপি ভেরিফিকেশন করতে হবে। এর পর আপনার স্ক্রিনে আপনার আধার কার্ডের তথ্য চলে আসবে। তথ্য গুলি ঠিক হলে Verify and Submit বাটনে ক্লিক করতে হবে। Verify and Submit বাটনে ক্লিক করলেই আপনার আধার-রেশন লিঙ্ক হয়ে যাবে।
সরকার আধার-রেশন লিঙ্ক কেন করাচ্ছে?
সূত্রের অনুযায়ী আধার-রেশন লিঙ্ক করার পেছনে সরকারের বেশকিছু লক্ষ্য রয়েছে। যার মধ্যে অন্যতম লক্ষ্য হলো, একজন ব্যক্তিকে একাধিক বার রেশন পাওয়া থেকে বাধা দেওয়া। প্রসঙ্গত এমন অনেক ঘটনা উঠে এসেছে যেখানে, অসৎ ব্যক্তিরা একই নামে একধিক বার রেশন নিতো। এছাড়া এক দেশ এক রেশন কর্মসূচিকেও মাথায় রেখে সরকার আধার-রেশন লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে।
👉 ৮০ হাজার টাকার বেতনে IIFCL সংস্থায় চাকরির দারুন সুযোগ, এখনই আবেদন করুন।
👉 কলকাতায় সরকারি চাকরির দারুন সুযোগ, ১০ টি শুন্য পদে নিয়োগ করছে কলকাতা কর্পোরেশন।