প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা যত পশে আসছে তত মানুষের মনে নতুন নতুন প্রশ্ন জাগছে। পরিস্থিতির কারণে যারা এখনও প্যান-আধার লিঙ্ক করেনি তাদের মনে এখন একটা নতুন প্রশ্ন জাগছে। আগের বছরের, মতো এবছরও কি প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হবে, সময়সীমা বাড়ানো হলেও কত টাকা ফাইন লাগবে প্যান-আধার লিঙ্ক করতে। আজকের এই প্রতিবেদনে আমার এই বিষয়েই আলোচনা করবো।

বর্তমানে দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষের প্যান-আধার এখনো লিঙ্ক হয়নি এবং ৩১ মার্চের মধ্যে প্যান-আধার লিঙ্ক না হলে নিষ্ক্রিয় হয়ে যাবে এই লক্ষ লক্ষ মানুষের প্যান প্যান কার্ড। এবিষয়ে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে পরতে হবে বিরাট সমস্যায়। টাকা লেনদেন করা থেকে শুরু করে ইনকাম ট্যাক্স ফাইল করা সর্বত্রই সমস্যা আসবে।
প্যান-আধার লিঙ্ক করতে গিয়ে অনেকেই করছে এই ভুল, যার কারণে ১০ হাজার টাকার জরিমানা সহ জেলও হতে পারে।
লক্ষ লক্ষ মানুষের প্যান-আধার লিঙ্ক এখনো সম্পন্ন না হওয়ার কারণে অনেকে এখন ভাবছে যে গত বছরের মতো হয়তো এবছরও প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হবে। তবে এবিষয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছে যে, কেন্দ্র সরকার এই কারণেই এর আগেই কয়েক বার প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়িয়েছে ফলত আরও একবার প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানোর সম্ভবনা খুবই কম।
প্রসঙ্গত গত বছর, আয়কর বিভাগ জানিয়েছিল যে ৩১শে মার্চ ২০২২ এর মধ্যে প্যানের সাথে আধার লিঙ্ক না করলে ১০০০ টাকার জরিমানা দিতে হবে। তবে আইটিআর ফাইল করা ও আর্থিক পরিকাঠামোকে মাথায় রেখে আয়কর বিভাগ আরও এক বছরের জন্য অর্থাৎ ৩১শে মার্চ ২০২৩ পর্যন্ত প্যান কার্ড চালু রাখার সিদ্ধান্ত নিয়েছিল। তাই বিশেষজ্ঞদের এক অংশ মনে করছে যে আরও একবার প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো সম্ভবনা খুবই কম।
Aadhar Card Update: আধার কার্ড আপডেট না করলে বন্ধ হয়ে যাবে আধার কার্ড! দেখে নিন কি জানাচ্ছে UIDAI
তবে এবিষয়ে প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হলেও ৩১শে মার্চের মধ্যে প্যান-আধার লিঙ্ক করে নেওয়া উচিত। কারণ বিশেষজ্ঞদের এক অংশ বলছে যে প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ার পাশাপাশি বাড়তে পারে এর জরিমানাও। তাই সময় নষ্ট না করে এখনই প্যান-আধার লিঙ্ক করে নিন।
এবিষয়ে প্যানের সাথে আধার লিঙ্ক করার জন্য আপনাকে আয়কর বিভাগের অফিসিয়াল পোর্টাল (https://www.incometax.gov.in/iec/foportal/) ভিসিট করতে হবে।
আপন আয়কর বিভাগের অফিসিয়াল পোর্টালের Quick Links বিভাগের অন্তর্গত Link Aadhaar বিকল্পে গিয়ে প্যান-আধার লিঙ্ক করতে পারেন।
এক্ষেত্রে Link Aadhaar বিকল্পে গিয়ে আপনার প্যান নম্বর ও আধার নম্বর দিয়ে ভেরিফিকেশন করে এবং ১০০০ টাকার জরিমানা দিয়ে প্যান-আধার লিঙ্ক করতে পারেন।
👉 আগামী ৫ দিনের মধ্যে করতে হবে এই ৫ টি কাজ, নাহোলেই পরবেন বিরাট সমস্যায়।