SBI Recruitment 2023: SBI ব্যাঙ্কে ৪০ হাজার টাকার বেতনে চাকরির সুযোগ, দিতে হবে শুধু ইন্টারভিউ।

SBI ব্যাঙ্কে চাকরির বড় সুযোগ, ৮৬৮ টি শুন্য পদে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি দেশের সবথেকে বড় ব্যাঙ্ক, SBI তাদের অফিসিয়াল পোর্টালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে।

SBI Business Correspondent Facilitator Recruitment 2023

প্রসঙ্গত এসবিআই বিজনেস করেসপন্ডেন্ট ফ্যাসিলিটেটর পদে নিয়োগের জন্য গত ১০ই মার্চ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন শহরে মোট ৮৬৮ টি শুন্য পদে বিজনেস করেসপন্ডেন্ট ফ্যাসিলিটেটর নিয়োগ হতে চলেছে বলে জানা যাচ্ছে। এই ৮৬৮ টি শুন্য পদের মধ্যে কলকাতায় মোট ৮০ টি পদে নিয়োগ হবে।

এসবিআই বিজনেস করেসপন্ডেন্ট ফ্যাসিলিটেটর পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী হতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়সসীমা ৫৮ থেকে ৬৫ এর বেশি হয় যাবে না। এবিষয়ে অতিরিক্ত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি (https://sbi.co.in/documents/77530/25386736/090323-Business+Correspondent+Facilitators-FI.pdf) দেখতে পারেন।

২২,০০০ টাকা মাসিক বেতনে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর, এখানে আবেদন করুন

এক্ষেত্রে বিজনেস করেসপন্ডেন্ট ফ্যাসিলিটেটর পদের বেতন ৪০হাজার টাকা নির্ধারিত করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা SBI এর https://bank.sbi/careers পোর্টাল অথবা https://www.sbi.co.in/careers পোর্টাল থেকে আবেদন করতে পারেন। এক্ষেত্রে পার্থীকে উক্ত পোর্টালে এসে নিজেকে নতিভক্ত করতে হবে। তার পর অবদানের ফর্ম ডাউলোড করে তার সঙ্গে ছবি, সই ইত্যাদি সাবমিট করতে হবে।

👉 ডিএ ধর্মঘট নিয়ে কড়া নবান্ন দফতর, আগামীকাল সরকারি কর্মীরা DA Strike ধর্মঘটে অংশ নিলে পাঠানো হবে শোকজ নোটিশ!

👉 মাত্র ৫০০০ টাকায় শুরু করুন এই অসাধারন ব্যবসা, প্রতি মাসে আয় হবে ৪০ হাজার টাকা, জানুন কিভাবে

👉 7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য শীঘ্রই আসতে চলেছে সুখবর, হোলির পরেই বাড়বে বেতন, জেনে নিন সর্বশেষ আপডেট

👉 Aadhaar-PAN Link: এখনও প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করানো হয়নি? জেনে নিন কেন এটি খুবই গুরুত্বপূর্ণ

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment