রাজ্যে DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে আন্দোলন চলেছে গত কয়েক মাস ধরেই। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবিষয়ে ৩ শতাংশ DA বৃদ্ধি করেছে রাজ্য সরকারি কর্মচারীদের। এই ৩ শতাংশ DA বৃদ্ধির পর এরাজ্যের সরকারি কর্মচারীরা ৬ শতাংশ হরে DA পাচ্ছেনা। তবে এই ৬ শতাংশ DA দেশের অন্যান্য রাজ্য গুলির তুলনায় কতটা কম তা জানলে, আপনার চোখ কপালে উঠবে।
মার্চের DA বৃদ্ধির পর পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ৬ শতাংশ হরে DA পাচ্ছে, এই ৬ শতাংশ DA -কে কেন্দ্র সরকারের কর্মচারীদের DA -র সাথে তুলনা করলে দেখতে পাবেন একটা বড় তফাৎ। প্রসঙ্গত বর্তমানে কেন্দ্র সরকারের কর্মচারীরা ৩৮ শতাংশ হরে DA বা মহার্ঘ ভাতা পায়। যা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের DA -র তুলনায় ৩২ শতাংশ বেশি।
কেন্দ্র সরকারের কর্মচারীদের DA কথা ছাড়ুন, আপনি যদি দেশের অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীদের DA -র সঙ্গে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের DA -র তুলনা করেন, তাহলেও সেখানে আপনি একটা বড় তফাৎ দেখতে পাবেন।
এপ্রসঙ্গে আপনি যদি দিল্লি সরকারের কর্মচারীদের DA -র সাথে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের DA -র তুলনা করেন তাহলে দেখতে পাবেন এখানেও তফাৎটা অনেকটাই। দিল্লি সরকারের কর্মচারীরা ৩৮ শতাংশ DA পায়। প্রসঙ্গত গত বছর জুলাই মাস থেকে দিল্লিতে সরকারি কর্মচারীদের DA ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করা হয়েছে।
অনেকটা এমনই দেখতে পাবেন দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে এরাজ্যের DA -র তুলনা করলে। এবিষয়ে মহারাষ্টের সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ, রাজস্থানের সরকারি কর্মচারীরা ৩৮ শতাংশ, গুজরাটের সরকারি কর্মচারীরা ৩১ শতাংশ DA পায়।
মাত্র ৫০০০ টাকায় শুরু করুন এই অসাধারন ব্যবসা, প্রতি মাসে আয় হবে ৪০ হাজার টাকা, জানুন কিভাবে
এবিষয়ে আপনি যদি পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য গুলির সরকারি কর্মচারীদের DA দেখেন তাহলে এখনেও আপনি চমকে যাবেন। প্রসঙ্গত বিহারের সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ, ওড়িশার সরকারি কর্মচারীরা ৩৮ শতাংশ, ত্রিপুরার সরকারি কর্মচারীরা ২০ শতাংশ, অসমের সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ, ঝাড়খণ্ডের সরকারি কর্মচারীরা ৩৮ শতাংশ এবং ছত্তিশগড়ের সরকারি কর্মচারীরা ৩৩ শতাংশ DA পায়।
👉 Aadhaar-PAN Link: এখনও প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করানো হয়নি? জেনে নিন কেন এটি খুবই গুরুত্বপূর্ণ
👉 Tulsi Vastu Tips: রাতারাতি আপনার ভাগ্য বদলে দেবে তুলসী গাছ, জেনে নিন কিভাবে