PAN Aadhaar Link: ৩১ মার্চের মধ্যে এই কাজ না সারলে আপনি আর শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন না! দ্রুত করিয়ে নিন কাজটি

১/৫: ৩১ মার্চ আসতে আর হাতে মাত্র কিছুদিন পরে আছে। এর মধ্যে আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক (PAN Aadhaar Link) না করালে আপনি আর ভবিষ্যতে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন না। সম্প্রতি সেবি (Securities and Exchange Board of India) এমনই নির্দেশিকা জারি করে বিনিয়োগকারীদের সতর্ক করেছে।

pan aadhaar link sebi ask investors to link pan with aadhaar by 31 march

২/৫: আয়কর বিভাগ বহুদিন আগেই নাগরিকদের PAN Aadhaar Link বাধ্যতামূলক করেছে। গত মাসেই আয়কর দপ্তর অ্যাডভাইসরি জারি করে জানায়, আগামী ৩১ মার্চ ২০২৩ এর মধ্যে যেসব প্যান কার্ড আধারের সঙ্গে লিংক হবে না সেগুলিকে বন্ধ করে দেওয়া হবে। যার কারণে ব্যাঙ্কিং বা অন্যান্য লেনদেনের ক্ষেত্রে তাদেরকে সমস্যায় পড়তে হবে। এবার সেবি অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তার বিনিয়োগকারীদের উদ্দেশ্য ঠিক এমনই অ্যাডভাইসরি জারি করলো।

৩/৫: কী সতর্ক করেছে SEBI: ভারতীয় শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান SEBI (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া) শেয়ার বাজারে বিনিয়োগকারীদেরকে আগামী ৩১ মার্চ ২০২৩ এর মধ্যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে নিতে বলেছে। Securities and Exchange Board of India জানিয়েছে, যেসব বিনিয়োগকারীরা এখনও পর্যন্ত প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেনি তারা যেনো খুব দ্রুত এই কাজটি করিয়ে নেয়। যারা এই সময়সীমার মধ্যে এই কাজ করতে ব্যর্থ হবে, তারা ১ এপ্রিল ২০২৩ থেকে বাজারে নতুনকরে বিনিয়োগ করতে পারবে না। এই অবস্থায় আপনি যদি এখনও আপনার PAN কার্ডের সাথে আধার লিঙ্ক (Aadhaar-PAN Link) না করে থাকেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এটি করিয়ে নিন। কারণ এর সময়সীমার আর মাত্র কয়েকদিনই বাকি আছে।

আরও খবর পড়ুন: 👇👇👇

👉 7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য শীঘ্রই আসতে চলেছে সুখবর, হোলির পরেই বাড়বে বেতন, জেনে নিন সর্বশেষ আপডেট

👉 Aadhaar-PAN Link: এখনও প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করানো হয়নি? জেনে নিন কেন এটি খুবই গুরুত্বপূর্ণ

👉 এবার থেকে এই ৫টি নগদ লেনদেনেও নোটিশ পাঠাবে আয়কর, জেনে নিন নতুন নিয়ম, নাহলে পরে সমস্যায় পড়তে হবে

👉 Cheque Book: চেকের মাধ্যমে টাকা লেনদেন করার নিয়মে বড়সড় পরিবর্তন, নতুন নিয়ম না জানলেই পরতে হবে বিপদে।

৪/৫: ইতিমধ্যেই CBDT অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস একটি অ্যাডভাইসরি জারি করে বিনিয়োগকারীদের জানিয়েছে, কোনও ব্যক্তি যদি ৩১ মার্চ ২০২৩ এর আগে তার PAN Aadhaar Link লিঙ্ক না করায়, তাহলে তার পান কার্ডটিকে নিষ্ক্রিয় ঘোষণা করা হবে। এককথায় ৩১ মার্চ, ২০২৩ এর মধ্যে প্যান আধার লিঙ্ক করা বাধ্যতামূলক, অন্যথায় প্যান কার্ডকে নন-কেওয়াইসি হিসাবে গণ্য করে নিষ্ক্রিয় করা হবে। একবার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে ১০,০০০ টাকা জরিমানা দিয়ে এটিকে পুনরায় চালু এবং আধার লিঙ্ক করা যাবে। তবে ৩১ মার্চের আগে মাত্র ১০০০ টাকা জরিমানা দিয়ে এই কাজ করা যাবে।

৫/৫: কীভাবে চেক করবেন আপনার প্যান ও আধার লিঙ্ক আছে কিনা: আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক আছে কিনা তা জানার জন্য আয়কর দফতরের ই-ফাইলিং ওয়েবসাইট www.incometax.gov.in ওপেন করুন। এরপর সেখানে Quick links মেনুতে Link Aadhaar Status অপশনে ক্লিক করুন। পরবর্তী পেজে প্যান কার্ড ও আধার কার্ডের নম্বর লিখে নিচের View Link Aadhaar Status অপশনে ক্লিক করলেই জানা যাবে আপনার প্যান কার্ডের সাথে আঁধার কার্ড লিঙ্ক আছে কিনা। এক্ষেত্রে না থাকলে আপনি Link With Aadhar অপশনে ক্লিক করে, অনলাইনে ১০০০ টাকা জরিমানা দিয়ে তা করে নিতে পারবেন।

আরও খবর পড়ুন: 👇👇👇

👉 ২২,০০০ টাকা মাসিক বেতনে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর, এখানে আবেদন করুন

👉 LIC Plan: এলআইসি-র এই স্কিমে 58 টাকা জমা করলে পাওয়া যাবে 8 লাখ টাকা, জানুন কিভাবে

👉 মেয়েদের জন্য OPPO লঞ্চ করলো নতুন ফোন, সবাই এর ফিচার ও লুক দেখে ফ্যান হয়ে যাচ্ছে, দাম খুবই কম

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment