Biryani ATM: এখন এটিএম থেকেই পেয়ে যাবেন আপনার প্রিয় বিরিয়ানি, দেশে চালু হলো অভিনব প্রযুক্তির এটিএম।

এটিএম থেকে টাকা তো আমরা প্রায়সয় বের করি তবে এবার বাজারে এসেছে অভিনব প্রযুক্তির এটিএম। এই এটিএমকে আপনি সাধারণ এটিএমের মতোই ব্যবহার করতে পারবেন তবে এই এটিএমে টাকার বদলে বেরিয়ে আসবে আপনার প্রিয় বিরিয়ানি।

Biryani ATM Now get your favorite Biryani from ATM

বিরিয়ানি লাভার্সদের জন্য দারুন সুখবর, চেন্নাই-ভিত্তিক স্টার্ট-আপ বাজারে নিয়ে এসেছে এক অভিনব প্রযুক্তির এটিএম। এই এটিএম থেকে আপনি টাকা তোলার মতনই বিরিয়ানি তুলতে পারবেন।

প্রসঙ্গত চেন্নায়ের কোলাথুরে “বাই ভিতু কল্যাণম” বা “BVK বিরিয়ানি” ভারতে প্রথম মানবহীন বিরিয়ানি টেকআউটের সুবিধা চালু করেছে। গ্রহকরা খুব সহজেই বাই ভিতু কল্যাণমের রেস্তোরাঁর এটিএম থেকে গরমা গরম বিরিয়ানি পেয়ে যায়। বিরিয়ানি ছাড়াও এই ভেন্ডিং মেশিন থেকে আপনি অন্যান্য খাবার অর্ডার করতে পারেন।

PAN Aadhaar Link: ৩১ মার্চের মধ্যে এই কাজ না সারলে আপনি আর শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন না! দ্রুত করিয়ে নিন কাজটি

এই বিরিয়ানি ভেন্ডিং মেশিনে রয়েছে একটি ৩২ ইঞ্চি টাচস্ক্রিন, যার মাধ্যমে আপনি মেনু থেকে আপনার পছন্দের খাবার অর্ডার করতে পারবেন। খাবার অর্ডার করার পর আপনাকে পেমেন্ট করতে হবে। তবে এক্ষেত্রে আপনি শুধু মাত্র কার্ড ও QR এর মাধ্যমেই পেমেন্ট করতে পারবেন।

এক সোশ্যাল মিডিয়া ইউসার এবিষয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানিয়েছে যে, একটি ৩৪৫ টাকার মিনি-মাটন বিরিয়ানির অর্ডার করার মাত্র চার মিনিটের মধ্যে মেশিন থেকে গরমা-গরম বিরিয়ানি বেরিয়ে আসে।

২২,০০০ টাকা মাসিক বেতনে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর, এখানে আবেদন করুন

এবিষয়ে বাই ভিতু কল্যাণমেরে সিইও ফাহিম এস জানিয়েছেন যে, তারা এই বিরিয়ানি তৈরী করার জন্য প্রাক-ক্রয় বা পূর্ব-সংরক্ষিত হওয়া সামগ্রী ব্যবহার করেন না। তিনি আরো জানিয়েছেন যে আগামী কিছু দিনের মধ্যেই তারা আরো ১২ টি এইধরণের রেস্তোরাঁ চালু করতে চলেছে।

👉 Cheque Book: চেকের মাধ্যমে টাকা লেনদেন করার নিয়মে বড়সড় পরিবর্তন, নতুন নিয়ম না জানলেই পরতে হবে বিপদে।

👉 Small Business Ideas: এখন ঘরে বসেই আয় করতে পারবেন মহিলারা, জেনে নিন মহিলাদের জন্য সেরা ১০টি ব্যবসা

👉 ডিএ ধর্মঘট নিয়ে কড়া নবান্ন দফতর, আগামীকাল সরকারি কর্মীরা DA Strike ধর্মঘটে অংশ নিলে পাঠানো হবে শোকজ নোটিশ!

👉 মাত্র ৫০০০ টাকায় শুরু করুন এই অসাধারন ব্যবসা, প্রতি মাসে আয় হবে ৪০ হাজার টাকা, জানুন কিভাবে

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment