Asha Karmi Recruitment: রাজ্যের মাধ্যমিক পাস মহিলাদের জন্য চাকরির সুযোগ, ৩৭ টি শুন্য পদে আসা কর্মী নিয়োগ চলছে।

মাধ্যমিক পাস মহিলাদের জন্য দারুন সুখবর। হুগলি জেলার বিভিন্ন ব্লকে মাধ্যমিক পাশে আসা কর্মীদের নিয়োগ করা হচ্ছে। প্রসঙ্গত গত ৩রা মার্চ হুগলি জেলার অফিসিয়াল পোর্টাল থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবদেন করার পদ্ধতি, শেষ তারিখ ও যোগ্যতা সম্পর্কিত তথ্য নিম্নরূপ।

Asha Karmi Recruitment 2023 in Chandannagar Sub-Division

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আসা কর্মীর পদে আবেদন করার জন্য পার্থীকে বিবাহিত / বিধবা অথবা আইনি ভাবে বিবাহ বিচ্ছেদ হতে হবে। অর্থাৎ কুমারী মহিলারা এই পদের জন্য আবেদন করতে পারবে না। এছাড়া শিক্ষাগত যোগ্যতার দিক থেকে পার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে।

উক্ত যোগ্যতা গুলি ছাড়াও আরো বেশকিছু গুরুত্বপূর্ণ যোগ্যতা রয়েছে। যেমন প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে প্রার্থী যদি SC/ST শ্রেণীর হন তাহলে সেক্ষেত্রে প্রার্থীর বয়স ২২ থেকে ৪০ বছর হতে পারে। এছাড়া প্রার্থীর কাছে ভোটার কার্ড বা রেশন কার্ড থাকতে হবে। আসা কর্মী নিয়োগের ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীর সদ্যসদের অগ্রধিকার দেওয়া হবে।

SBI Recruitment 2023: SBI ব্যাঙ্কে ৪০ হাজার টাকার বেতনে চাকরির সুযোগ, দিতে হবে শুধু ইন্টারভিউ।

তবে এবিষয়ে জানিয়ে রাখা দরকার যে, শুধু মাত্র সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দারাই এই পদের জন্য আবেদন করতে পারবে। এবিষয়ে আপনার ব্লকে নিয়োগ চলছে কিনা জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি (https://cdn.s3waas.gov.in/s3aff1621254f7c1be92f64550478c56e6/uploads/2023/03/2023030617.pdf) দেখুন।

আসা কর্মীর এই পদে আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিরা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন করার ফর্মটি ডাউনলোড করে, ফিলাপ করে সংশ্লিষ্ট এলাকার বিডিও অফিসে আগামী ২৪শে মার্চের মধ্যে পাঠাতে হবে। আবেদন পত্রের সাথে প্রার্থীর জন্ম সার্টিফিকেটে, মাধ্যমিক পাস সার্টিফিকেটে, ভোটার কার্ড অথবা রেশন কার্ডের জেরক্সও পাঠাতে হবে। এছাড়া প্রার্থীর কাছে যদি উচ্চশিক্ষার সার্টিফিকেটে, SC/ST নথি ইত্যাদি তাহলে তারও কপি পাঠাতে হবে।

👉 Small Business Ideas: এখন ঘরে বসেই আয় করতে পারবেন মহিলারা, জেনে নিন মহিলাদের জন্য সেরা ১০টি ব্যবসা

👉 ডিএ ধর্মঘট নিয়ে কড়া নবান্ন দফতর, আগামীকাল সরকারি কর্মীরা DA Strike ধর্মঘটে অংশ নিলে পাঠানো হবে শোকজ নোটিশ!

👉 মাত্র ৫০০০ টাকায় শুরু করুন এই অসাধারন ব্যবসা, প্রতি মাসে আয় হবে ৪০ হাজার টাকা, জানুন কিভাবে

👉 7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য শীঘ্রই আসতে চলেছে সুখবর, হোলির পরেই বাড়বে বেতন, জেনে নিন সর্বশেষ আপডেট

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment