Summer Vacation 2023: অবশেষে পশ্চিমবঙ্গেও জারি হলো গরমের ছুটি, দেখে নিন কবে থেকে পড়ছে গরমের ছুটি

তীব্র গরম ও তাপপ্রবাহের কারণে নাজেহাল রাজ্যবাসী। অন্যদিকে বৃষ্টিহীন আবহাওয়ার কারণে দিন-দিন বেড়েই চলেছে তাপমাত্রা। এমন পরিস্থিতিতে রাজ্যবাসী বিশেষ করে পড়ুয়াদের গরমের ছুটির অপেক্ষার অবসান ঘটিয়ে ঘোষণা হলো ২০২৩ এর গরমের ছুটি। এবিষয়ে আজ অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের স্কুল শিক্ষা দফতর এক নোটিস জারি করে এবছরের গরমের ছুটির ঘোষণা করা হয়।

অবশেষে পশ্চিমবঙ্গেও জারি হলো গরমের ছুটি

তাপপ্রবাহ এবং প্রচন্ড গরমের কথা মাথায় রেখে বৃহস্পতিবার রাজ্যের স্কুল শিক্ষা দফতর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। উক্ত নির্দেশিকা অনুযায়ী আগামী ২রা মে থেকে রাজ্যের সকল সরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

তবে এই ছুটি কবে শেষ হবে তা নিয়ে বর্তমানে কোনও তথ্য প্রকাশ হয়নি। এবিষয়ে রাজ্য সরকার জানিয়েছে যে পরবর্তি নোটিস আসা না পর্যন্ত রাজ্যের সকল স্কুল বন্ধ থাকবে।

এটাও পড়ুন Lakshmir Bhandar Scheme: লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে না? সমাধানের জন্য কড়া নির্দেশিকা জারি করলো নবান্ন

ছুটি কবে শেষ হবে তা নিয়ে কোনও অফিসিয়াল নোটিস জারি না করা হলেও বিশেষজ্ঞদের এক অংশ জানাচ্ছে যে, সম্ভবত জুন মাসের শেষের দিকে এবছরের গরমের ছুটি শেষ হবে। এবিষয়ে গত বছর গরমের ছুটি ১লা মে থেকে শুরু হয়েছিল যা জুন মাসে ২৬ তারিখে শেষ হয়েছিল।

এটাও পড়ুন PM Kisan 14th Installment: শীঘ্রই আসতে চলেছে পিএম কিষানের পরবর্তী কিস্তি, দেখে নিন আপনার নাম আছে কি না

জানিয়ে রাখি য, ২০২৩ এর গরমের ছুটির বিষয়ে রাজ্য সরকার এর আগে জানিয়েছিল যে, আগামী ২৪শে মে থেকে গরমের ছুটি পরবে। তবে অসহ্য গরম ও তাপপ্রবাহের কারণে এই তারিখ এগিয়ে আনতে হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে।

এটাও পড়ুন Mangoes On EMI: আমের উপরেও EMI, এখন EMI দিয়ে খেতে পারবেন ব্যয়বহুল হাপুস আম

গরমের ছুটির দিন এগিয়ে আসলেও তা চালু হতে এখনও দিন ১৫ সময় বাকি আছে। তাই রাজ্যের বিভিন্ন জেলায় এবিষয়ে বিভিন্ন ধরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবিষয়ে বর্ধমান ও মালদহ জেলায় আজ থেকে মর্নিং স্কুল চালু হয়েছে। জানা যাচ্ছে যে উক্ত জেলার সমস্ত সরকারি স্কুল গুলি আজ থেকে সকাল ৭টায় শুরু হবে এবং বেলা ১১:৩০ এ ছুটি হয়ে যাবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment