Bank Holidays: জুলাই মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে দেখে নিন

শুরু হলো ২০২৩ সালের জুলাই মাস। প্রত্যেক মাসের মতনই মাস শুরু হওয়ার আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জারি করা হয়েছে উক্ত মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা। একদিকে যেমন এই ছুটির তালিকা ব্যাঙ্কের কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ তেমন অন্যদিকে ব্যাঙ্কের গ্রহকদের জন্যেই অতিগুরুত্বপূর্ণ

জুলাই মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে দেখে নিন

ব্যাঙ্ক ছুটির দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে নাজেহাল হওয়ার থেকে আগে থেকেই এই ছুটির দিনগুলি জেনে রাখা দরকার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জারি করা ছুটির তালিকা অনুযায়ী এই জুলাই মাসে সারা দেশে মোট ১৫ দিন ব্যাঙ্কের ছুটি থাকেব। এই ছুটির তালিকা দেখার আগে জানিয়ে রাখি যে, রাজ্য উৎসব অনুষ্ঠান এর উপর ভিত্তি করে এই ব্যাঙ্কের ছুটির তালিকা জারি করা হয়।

এক্ষেত্রে জুলাই মাসের ১৫ দিন ছুটির মধ্যে পশ্চিমবঙ্গে মোট ৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। জানিয়ে দি, যে এই ৮দিন ছুটির মধ্যে রবিবার এবং মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের ছুটিও ধরা হয়েছে।

এটাও পড়ুন Student Tablet: এবার পড়ুয়াদের সরাসরি দেওয়া হবে ট্যাব! রাজ্য শিক্ষা শিবিরে নতুন দাবি

পশ্চিমবঙ্গে এই জুলাই মাসে যেদিন গুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে সেগুলি হলো, ২রা জুলাই রবিবারের ছুটি, ৮ই জুলাই মাসের দ্বিতীয় শনিবারের ছুটি, ৯ই জুলাই রবিবারের ছুটি, ১৬ জুলাই রবিবারের ছুটি, ২২শে জুলাই মাসের চতুর্থ শনিবারের ছুটি, ২৩শে জুলাই রবিবারের ছুটি, ২৯শে জুলাই মহরমের কারণে ছুটি এবং ৩০শে জুলাই রবিবারের ছুটি।

এটাও পড়ুন Ration Card: রেশন কার্ড নিয়ে বড় খবর! শীঘ্রই বন্ধ হয়ে যাবে বিনামূল্যের রেশন, জেনে নিন বিস্তারিত

উপরে উক্ত ছুটির দিন গুলি ছাড়াও দেশের অন্যান্য রাজ্যে আরও বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এগুলি হলো, গুরু হরগোবিন্দ জির জন্মবার্ষিকীর দরুন শ্রীনগর এবং জম্মুতে ৫ই জুলাই ব্যাঙ্ক বন্ধ থাকবে। মিজো হমিছে ইনসুইহখওম পাওল এর দরুন ৬ই জুলাই মিজোরামের ব্যাঙ্ক গুলি বন্ধ থাকবে।

এটাও পড়ুন সামনের মাস থেকেই বদলে যাচ্ছে এই সব নিয়ম! পকেট বাঁচাতে এখনই জেনে নিন বিস্তারিত

অন্যদিকে কের পূজার কারণে ১১ই জুলাই ত্রিপুরায়, ভানু জয়ন্তীর কারণে ১৩ই জুলাই সিকিমে, U Tirot Sing Day অনুষ্ঠানের কারণে ১৭ই জুলাই মেঘালয়ে, Drukpa Tshe-zi অনুষ্ঠানের কারণে ২১শে জুলাই সিকিমে, আশুরা অনুষ্ঠানের করেন ২৮শে জুলাই জম্মু ও শ্রীনগরের ব্যাঙ্ক গুলি বন্ধ থাকবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment