সামনের মাস থেকেই বদলে যাচ্ছে এই সব নিয়ম! পকেট বাঁচাতে এখনই জেনে নিন বিস্তারিত

প্রায় শেষের দিকে চলে এল জুন মাস, আর মাত্র তিনদিন তারপরেই শুরু হবে নতুন মাস। তবে নতুন মাস শুরু হওয়ার সঙ্গে বদলাতে চলেছে বেশকিছু নিয়ম। এই পরিবর্তন গুলির কারণে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে প্রভাবিত হতে চলেছে মানুষের পকেট, বিশেষ করে মধ্যবিত্তের পকেট

সামনের মাস থেকেই বদলে যাচ্ছে এই সব নিয়ম! পকেট বাঁচাতে এখনই জেনে নিন বিস্তারিত

এলপিজি গ্যাসের দাম

প্রত্যেক মাসের শুরুতেই দেশের তেল এবং গ্যাস সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে জারি করে উক্ত মাসের এলপিজি গ্যাসের দাম। এপ্রসঙ্গে কোনও কোনও মাসে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয় আবার কোনও কোনও মাসে গ্যাসের দাম কমিয়ে দেওয়া হয়। গত তিন মাসে গ্যাসের দাম কমলেও স্বস্তি মিলেনি মধ্যবিত্তের রান্না ঘরে।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন

জানিয়েদি যে, গত এপ্রিল, মে ও জুন মাসে দেশরে তেল সংস্থা গুলি এলপিজি গ্যাসের দাম কমিয়েছে তবে তা ঘরোয়া এলপিজি সিলিন্ডারের নয়। প্রসঙ্গত গত তিন মাসে মূলত বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। তবে এবার সংবাদ সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে জুলাই মাসে ঘরোয়া রান্নার গ্যাসের দাম কমার সম্ভাবনা আছে।

এটাও পড়ুন PM Kisan App: লঞ্চ হলো পিএম কিষান অ্যাপ! এবার টাকা পেতে হলে করতে হবে এই কাজ

ক্রেডিট কার্ড এবং বিদেশ ভ্রমণ

আজকের এই নতুন ভারতে বাড়ছে সাধারণ মানুষের ইনকাম। তবে ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শখের তালিকা। যার মধ্যে প্রায় বেশিরভাগ মানুষেরই একটি শখ হচ্ছে বিদেশ ভ্রমণ। তবে আসন্ন জুলাই মাস থেকে সম্পূর্ণ ভাবে বদলাতে চলেছে বিদেশ ভ্রমণ। এবিষয়ে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করার নিয়মে বড়সড় পরিবর্তন হতে চলেছে।

জানিয়েদি যে, পয়লা জুলাই থেকে বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট অথবা কিছু কেনা কাটা করলে আপনাকে ২০ শতাংশ TCS দিতে হবে। এক্ষেত্রে আপনার খরচ যদি ৭ লক্ষের উপরে হয় তাহলেই আপনাকে ২০ শতাংশ TCS দিতে হবে। তবে শিক্ষা এবং চিকিৎসার জন্য করা খরচের উপর ৫ শতাংশ TCS দিতে হবে। এবং আপনি যদি লোন নিয়ে বিদেশে শিক্ষার জন্য খরচ করেন তাহলে আপনাকে ০.৫ শতাংশ TCS দিতে হবে।

এটাও পড়ুন PM Kisan: এবার প্রতিমাসে অ্যাকাউন্টে আসবে ৩০০০ টাকা! চাষীদের জন্য দারুন সুখবর

সিএনজি-পিএনজির দাম

এলপিজি গ্যাসের মতোই প্রায় প্রত্যেক মাসেই সিএনজি এবং পিএনজির দাম পরিবর্তন করে দেশের তেল সংস্থা গুলি। এক্ষেত্রে গত মাসেও সিএনজি-পিএনজির দাম পরিবর্তন করা হয়েছিল। সংবাদ সূত্রের খবর অনুযায়ী আগামী মাসেও এর দাম পরিবর্তন করা হবে।

এটাও পড়ুন Bank Account: বদলাতে চলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নিয়ম, জেনে নিন কি করতে হবে

জুতোর তৈরির নিয়ম এবং দাম

আসন্ন জুলাই মাস থেকে বদলে যাচ্ছে জুতো তৈরী করার নিয়ম। এবিষয়ে জানা যাচ্ছে যে, সরকারের তরফে জুতো উৎপাদনকারী সংস্থা গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে, দেশে আর নিম্নমানের জুতো তৈরী করা এবং কেনা-বেচা যাবে না। বিশেষজ্ঞরা বলছেন যে, এই নিয়মের কারণে একদিকে যেমন জুতোর কোয়ালিটি ভালো হবে তেমন অন্যদিকে এর দামও একটু বাড়ার সম্ভাবনা আছে

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন

Leave a Comment