বর্তমান দিনে মুদ্রাস্ফীতির কারণে নাজেহাল নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবার। মুদ্রাস্ফীতির এই বাজারে একটি মধ্যবিত্ত পরিবারের সংসার খরচের একটি বড় অংশ বিদ্যুৎ বিল মেটাতেই চলে যায়। পাখা, ফ্রিজ, এসি, কুলার ইত্যাদির কারণে গরম কালে বিদ্যুৎ বিলের চাপটা অনেকটাই বেড়ে যায়। যার কারণে মধ্যবিত্তের পকেটে টান পরে। তবে এবার এবিষয়ে শীঘ্রই একটি সুখবর আসতে চলেছে।
এবিষয়ে কেন্দ্র সরকার তথা কেন্দ্রীয় বিদ্যুৎ বিভাগের তরফে জানানো হয়েছে যে, দেশে শীঘ্রই বিদ্যুৎ বিল নির্ধারণ করার নিয়মে বড়সড় পরিবর্তন করা হবে। এক্ষেত্রে জানা যাচ্ছে যে, এই নতুন নিয়ম চালু হওয়ার ফলে ২০ শতাংশ পর্যন্ত কমতে পারে আপনার বিদ্যুৎ বিলের খরচ।
এপ্রসঙ্গে কেন্দ্রীয় বিদ্যুৎ বিভাগের তরফে জানানো হয়েছে যে, খুব শীঘ্রই সারা দেশে ToD (time of the day) ট্যারিফ অনুযায়ী বিদ্যুৎ বিল পরিমাপ করা হবে। ToD বা time of the day ট্যারিফের অন্তর্গত দিনের সময়ের উপর নির্ভর করে আপনার বিদ্যুৎ বিল আসবে। এক্ষেত্রে পিক আওয়ারে বিদ্যুতের দাম বেড়ে যাবে আবার সোলার আওয়ার অর্থাৎ দিনের বেলায় বিদ্যুতের দাম কমে যাবে।
এটাও পড়ুন Govt Schemes: ভুলে যান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প! সরকার প্রতিবছর দিচ্ছে ১০ থেকে ১৬ হাজার টাকা
এক্ষেত্রে পিক আওয়ার বলতে সেই সময়কে বোঝানো হয় যখন বিদ্যুৎ লাইনে বিদ্যুতের চাহিদা বেশ থাকে এবং উৎপাদন কম থাকে এবং সোলার আওয়ার বলতে বোঝাই যখন দিনের বেলায় সৌরশক্তি বিদ্যুৎ কেন্দ্র থেকে চাহিদার তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়।
এটাও পড়ুন Indian Farmer: এক মুহূর্তেই বদলে গেলো এই চাষীর ভাগ্য! জমি খুঁড়ে পেলেন ২ কোটি টাকার হিরে
ToD ট্যারিফ সিস্টেমে আপনি আপনার বাড়ির যাবতীয় ভারী কাজ যেমন, ওয়াসিং মেশিনে কাপড় কাচা, ইলেক্ট্রিক চুল্লিতে রান্না করা, জলের মোটর চালানোর মতো কাজ গুলিকে পিক আওয়ারে না করে সোলার আওয়ারে করলে আপনার বিদ্যুতের বিল অনেকটাই কমবে। এবিষয়ে জানানো হয়েছে যে ২০ শতাংশ পর্যন্ত বিদ্যুতের বিল কমতে পারে।
এটাও পড়ুন Fridge: দিনে কতক্ষণ ফ্রিজ চালানো উচিত? জেনে নিন বিশেষজ্ঞরা কি বলছেন!
কেন্দ্রীয় বিদ্যুৎ বিভাগের তরফে জানানো হয়েছে যে, পয়লা এপ্রিল ২০২৪ থেকে ১০ কিলো ওয়াট চাহিদা সহ বাণিজ্যিক শিল্প গ্রাহকদের জন্য এই সুবিধাটি শুরু হয়ে যাবে। এবং পয়লা এপ্রিল ২০২৫ থেকে কৃষি কাজের জন্য নেওয়া মিটার গুলিকে বাদ দিয়ে, অন্য সকল শ্রেণীর ভোক্তাদের জন্য এই সুবিধা চালু হয়ে যাবে। তবে এবিষয়ে জানিয়ে রাখি যে, নতুন সুবিধাটি নেওয়ার জন্য আপনাকে নতুন স্মার্ট মিটার লাগাতে হবে।