PM Kisan App: লঞ্চ হলো পিএম কিষান অ্যাপ! এবার টাকা পেতে হলে করতে হবে এই কাজ

পিএম কিষান যোজনার সুবিধাভোগীদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় খবর। জানা যাচ্ছে যে, পিএম কিষান যোজনার সুবিধাভোগীদের জন্য কেন্দ্র সরকার নিয়ে এসেছে একটি নতুন মোবাইল অ্যাপ। এই মোবাইল অ্যাপের মাধ্যমে বেশকিছু আধুনিক সুবিধা প্রদান করতে চলেছে কেন্দ্র।

লঞ্চ হলো পিএম কিষান অ্যাপ! এবার টাকা পেতে হলে করতে হবে এই কাজ

এবিষয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানান যে, এখন পিএম কিষান অ্যাপে শুধুমাত্র মুখের ছবি তুলেই করা যাবে ই-কেওয়াইসি। জানিয়েদি, সম্প্রতি কেন্দ্রে তরফে জানানো হয়েছিল যে, পিএম কিষানের টাকা পেতে হলে করতে হবে ই-কেওয়াইসি, নাহোলেই বন্ধ করে দেওয়া হবে পিএম কিষানের কিস্তির টাকা

তবে এবিষয়ে লক্ষ-লক্ষ চাষীর এখন পর্যন্ত ই-কেওয়াইসি সম্পূর্ণ না হওয়ার কারণে তাদের অ্যাকাউন্টে পিএম কিষানের টাকা পাঠাতে পারছেনা সরকার। এমন পরিস্থিতিতে কেন্দ্রের তরফে এমন একটি মোবাইল অ্যাপ লঞ্চ করা হয়েছে যেখান থেকে চাষীরা শুধুমাত্র তার ছবি তুলেই ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে পারবে।

এটাও পড়ুন PM Kisan: এবার প্রতিমাসে অ্যাকাউন্টে আসবে ৩০০০ টাকা! চাষীদের জন্য দারুন সুখবর

জানিয়ে রাখি যে, এখন পর্যন্ত শুধুমাত্র ওটিপি ও ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমেই ই-কেওয়াইসি করার বিকল্প ছিল। তবে ফিঙ্গারপ্রিন্ট না মিলার কারণে বহু চাষীদের বিপাকে পড়তে হচ্ছিলো। এছাড়া ই-কেওয়াইসি করার জন্য চাষীদের তথ্য মিত্র কেন্দ্রের চক্কর লাগাতে হচ্ছিলো। তবে এবার ঘরে বসেই ই-কেওয়াইসি করা যাবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী।

এটাও পড়ুন Bank Account: বদলাতে চলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নিয়ম, জেনে নিন কি করতে হবে

এপ্রসঙ্গে যারা পিএম কিষান প্রকল্পের ব্যাপারে জানেন না, তাদের জানিয়েদি যে, এই প্রকল্পের অন্তর্গত দেশের চাষীদের প্রতিবছর ৬০০০ টাকা করে প্রদান করে মোদী সরকার। এই টাকা মোট তিনটি কিস্তিতে সরাসরি চাষীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। এখন পর্যন্ত প্রায় ১১ কোটিরও বেশি কৃষক এই প্রকল্পের অন্তর্গত আর্থিক সুবিধা পেয়েছেন।

এটাও পড়ুন Electricity Bill: বিদ্যুৎ বিল নিয়ে কেন্দ্রের নতুন ঘোষণা! শীঘ্রই কমবে বিদ্যুৎ বিলের খরচ

পিএম কিষান যোজনার শেষ কিস্তি গত ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছিল, এবং দিল্লি সূত্রের খবর অনুযায়ী এই মাসের শেষের দিকেই এর পরবর্তী কিস্তি চাষীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment