Student Tablet: এবার পড়ুয়াদের সরাসরি দেওয়া হবে ট্যাব! রাজ্য শিক্ষা শিবিরে নতুন দাবি

রাজ্যের শিক্ষা শিবিরে এবার নতুন দাবি, পড়ুয়াদের সরাসরি ট্যাব প্রদান করার দাবি উঠছে রাজ্যের শিক্ষা মহলে। এবিষয়ে শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের মধ্যে উঠছে ট্যাবের দাবি। প্রসঙ্গত এবছর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রায় এক মাস করে এগিয়ে এসেছে এবং সময়ের মধ্যে পাঠ্যক্রম শেষ করার জন্য ট্যাবের দাবি করেছে রাজ্য শিক্ষা শিবিরের একটা বড় অংশ।

এবার পড়ুয়াদের সরাসরি দেওয়া হবে ট্যাব! রাজ্য শিক্ষা শিবিরে নতুন দাবি

এপ্রসঙ্গে সংবাদ সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, আগামী বছরের অর্থাৎ ২০২৪ সালের উচ্চমাধ্যমিকের পরীক্ষা এক মাস এগিয়ে আসা এবং এবছরের লম্বা গরমের ছুটির কারণে উচ্চমাধ্যমিকের অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সিলেবাস শেষ করার জন্য পড়ুয়াদের হাতে আর মাত্র চার থেকে পাঁচ মাস সময় রয়েছে। এমন পরিস্থিতিতে চিরাচরিত পদ্ধতিতে সিলেবাস শেষ করা অনেকটাই অসম্ভব।

যার কারণে বর্তমানে রাজ্যের শিক্ষা শিবিরে দাবি উঠছে যে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ট্যাব কেনার যে টাকা টেস্ট পরীক্ষার আগে দেওয়া হতো তার পরিবর্তে শীঘ্রই পড়ুয়াদের সরাসরি ট্যাব প্রদান করা হোক। কেননা টেস্ট পরীক্ষার সময় ট্যাব কেনার টাকা প্রদান করলে ছাত্র-ছাত্রীরা পড়াশোনার দিক থেকে তেমন কোনো সুবিধা নিতে পারে না।

এটাও পড়ুন Ration Card: রেশন কার্ড নিয়ে বড় খবর! শীঘ্রই বন্ধ হয়ে যাবে বিনামূল্যের রেশন, জেনে নিন বিস্তারিত

জানিয়ে রাখি যে, গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অনলাইন পড়াশোনা করার জন্য ১০ হাজার টাকা করে প্রদান করছে। এই টাকা মূলত ট্যাব, স্মার্ট ফোন অথবা ল্যাপটপ কেনার জন্য ছাত্র-ছাত্রীদের প্রদান করা হয়। সাধারণত টেস্ট পরীক্ষার আগে ট্যাব কেনার এই টাকা পড়ুয়াদের প্রদান করা হয়। গত বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে এই টাকা প্রদান করা হয়েছিল।

এটাও পড়ুন সামনের মাস থেকেই বদলে যাচ্ছে এই সব নিয়ম! পকেট বাঁচাতে এখনই জেনে নিন বিস্তারিত

তবে এবিষয়ে এবার রাজ্য শিক্ষা মহলে উঠছে নানা ধরণের অভিযোগ। একদিকে যেমন এত দেরিতে টাকা প্রদান করার কারণে পড়ুয়ারা পড়াশোনার দিক থেকে তেমন সুবিধা পাচ্ছেনা তেমন অন্যদিকে বেশকিছু ছাত্র-ছাত্রী এই টাকা দিয়ে ট্যাব অথবা মোবাইল না কিনে ভুয়ো বিল জমা করে দিচ্ছে।

এটাও পড়ুন PM Kisan App: লঞ্চ হলো পিএম কিষান অ্যাপ! এবার টাকা পেতে হলে করতে হবে এই কাজ

মূলত উক্ত কারণ গুলির জন্যেই রাজ্যের বেশকিছু শিক্ষক-শিক্ষিকা সরাসরি ট্যাবের দাবি করছে। এবিষয়ে রাজ্য প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র জানান যে, যত তাড়াতাড়ি সম্ভব রাজ্য শিক্ষা দফতর কে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সরাসরি ট্যাব প্রদান করা উচিত।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment