গত ফ্রেব্রুয়ারি মাসে পিএম কিষানের ১৩ তম কিস্তির ২০০০ টাকা এসেছিলো চাষীদের অ্যাকাউন্টে। বর্তমানে দেশের কোটি কোটি কৃষক পিএম কিষানের ১৪ তম কিস্তির ২০০০ টাকার অপেক্ষা করছে। তবে এরই মাঝে বিভিন্ন মিডিয়া রিপোর্টের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, পিএম কিষান যোজনা নিয়ে একটি নতুন সুখবর দিতে পারে মোদী সরকার।
সংবাদ সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, এই মাসের শেষের দিকে পিএম কিষানের ১৪ তম কিস্তি আসবে। তবে তার আগে পিএম কিষান যোজনা প্রকল্পের সাথে যুক্ত হবে আরও একটি দারুন সুবিধা। জানা যাচ্ছে যে, কেন্দ্র সরকার এবার থেকে প্রতিমাসে পিএম কিষানের অন্তর্গত ৩০০০ টাকা করে চাষীদের অ্যাকাউন্টে পাঠাতে চলেছে।
জানিয়ে রাখি যে, বর্তমানে প্রতিবছর তিন বার ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা চাষীদের অ্যাকাউন্টে পাঠায় মোদী সরকার। তবে এই নতুন সুবিধা শুরু হওয়ার পর থেকে, চাষীরা প্রতি মাসে ৩০০০ টাকা করে পেতে পারে। এপ্রসঙ্গে জানিয়েদি যে, মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই টাকা পেনশন হিসাবে চাষীদের অ্যাকাউন্টে পাঠাবে কেন্দ্র সরকার।
এটাও পড়ুন Bank Account: বদলাতে চলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নিয়ম, জেনে নিন কি করতে হবে
এক্ষেত্রে চাষীর বয়স ৬০ বছর হয়ে গেলেই প্রতিমাসে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকার পেনশন চলে আসবে। এবিষয়ে জানা যাচ্ছে যে, বর্তমানে পিএম কিষানের যে, ৬০০০ টাকার কিস্তি দেওয়া হয় তা থেকেই এই পেনশন স্কিমের প্রিমিয়াম কেটে নেওয়া হবে। এক্ষেত্রে মাসিক ৫৫ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত প্রিমিয়াম নেওয়া হতে পারে।
এটাও পড়ুন Electricity Bill: বিদ্যুৎ বিল নিয়ে কেন্দ্রের নতুন ঘোষণা! শীঘ্রই কমবে বিদ্যুৎ বিলের খরচ
তবে জানিয়ে রাখি যে, এই স্কীমে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আলাদা করে একটি ফর্ম জমা করতে হবে। এবং এখন পর্যন্ত প্রাপ্ত মিডিয়া রিপোর্ট অনুযায়ী শুধু মাত্র ১৮ থেকে ৪০ বছর বয়সের চাষীরাই এই পেনশন স্কীমে আবেদন করতে পারবে।
এটাও পড়ুন Govt Schemes: ভুলে যান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প! সরকার প্রতিবছর দিচ্ছে ১০ থেকে ১৬ হাজার টাকা
পিএম কিষানের এই পেনশন স্কিমের অন্তর্গত ৬০ বছর বয়সের উর্ধে চাষীদের প্রতিমাসে ৩০০০ টাকা অর্থাৎ বছরে ৩৬ হাজার টাকা প্রদান করবে কেন্দ্র সরকার। এই স্কিমের সুবিধা নেওয়ার জন্য প্রত্যেক মাসে বয়সের অনুযায়ী আপনাকে প্রিমিয়াম দিতে হবে।
এগুলো পড়ুন
Indian Farmer: এক মুহূর্তেই বদলে গেলো এই চাষীর ভাগ্য! জমি খুঁড়ে পেলেন ২ কোটি টাকার হিরে
Monsoon Vacation: গরমের ছুটির পর এবার বর্ষার ছুটি! ভারী বৃষ্টির কারণে ছুটি পড়লো স্কুলে
Aadhaar Update: বাড়লো আধার কার্ড আপডেট করার সময়সীমা, তবে কত টাকা লাগছে এখন? জেনে নিন
Lakshmir Bhandar: আজকেই করতে হবে এই কাজ, নইলে আর মিলবে না লক্ষ্মীর ভান্ডারের টাকা!