প্যান-আধার লিঙ্ক করার শেষ তারিখ পার হয়ে গেছে। এবিষয়ে অনেকেই ভাবছিলেন যে, হয়তো আবার প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হবে। তবে কেন্দ্র সরকার তথা আয়কর বিভাগ এবার আর প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ালো না।
গত ৩০শে জুনের মধ্যে যারা প্যান-আধার লিঙ্ক করতে পারেননি তাদের প্যান কার্ড ১লা জুলাই থেকে নিষ্ক্রিয় হয়ে গেছে। এক্ষেত্রে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার ফলে ইনকাম ট্যাক্স ফাইল, ইনকাম ট্যাক্স রিটার্ন, সহ বিভিন্ন ব্যাঙ্কিং সুবিধাও নিষ্ক্রিয় হয়ে যাবে।
এক্ষেত্রে আপনিও যদি প্যান আধার লিঙ্ক করতে ব্যর্থ হন তাহলে আপনাকে জানিয়ে রাখি যে, এবিষয়ে আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই। কারণ আজকে আমরা নিষ্ক্রিয় প্যান কার্ড কে চালু করার পদ্ধতিটি আপনাদের দেখতে চলেছি।
এটাও পড়ুন Bank Holidays: জুলাই মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে দেখে নিন
এবিষয়ে, আয়কর দফতরের তরফে গত ২৮শে মার্চ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল যে, প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে তা ৩০ দিনের মধ্যেই আবার পুনরায় সক্রিয় করা যাবে। তবে এক্ষেত্রে আপনাকে প্রথমে একটা নির্দিষ্ট পরিমানের চালান ভরতে হবে।
এটাও পড়ুন Student Tablet: এবার পড়ুয়াদের সরাসরি দেওয়া হবে ট্যাব! রাজ্য শিক্ষা শিবিরে নতুন দাবি
নিষ্ক্রিয় হওয়া প্যান কার্ড কে পুনরায় সক্রিয় করার জন্য আপনেকে সবার প্রথমে ই-ফিলিং পোর্টাল https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/register এ যেতে হবে। এরপর আপনার প্যান নম্বর রেজিস্টার করতে হবে।
এটাও পড়ুন Ration Card: রেশন কার্ড নিয়ে বড় খবর! শীঘ্রই বন্ধ হয়ে যাবে বিনামূল্যের রেশন, জেনে নিন বিস্তারিত
রেজিস্টার করার পর https://eportal.incometax.gov.in/iec/foservices/#/login এই পেজে গিয়ে প্যান কার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর ১০০০ টাকার চালান বা জরিমানা ভরতে হবে। হাজার টাকার জরিমানা ভরার পর আপনি আপনার প্যান-আধার লিঙ্ক করতে পারবেন। এবং আপনার প্যান কার্ড পুনরায় সক্রিয় হয়ে যাবে।
এগুলো পড়ুন
সামনের মাস থেকেই বদলে যাচ্ছে এই সব নিয়ম! পকেট বাঁচাতে এখনই জেনে নিন বিস্তারিত
PM Kisan App: লঞ্চ হলো পিএম কিষান অ্যাপ! এবার টাকা পেতে হলে করতে হবে এই কাজ
PM Kisan: এবার প্রতিমাসে অ্যাকাউন্টে আসবে ৩০০০ টাকা! চাষীদের জন্য দারুন সুখবর
Bank Account: বদলাতে চলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নিয়ম, জেনে নিন কি করতে হবে