Ration Card: রেশন কার্ড নিয়ে বড় খবর! শীঘ্রই বন্ধ হয়ে যাবে বিনামূল্যের রেশন, জেনে নিন বিস্তারিত

রেশন কার্ডের সুবিধাভোগীদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় খবর। আপনি যদি বর্তমেন বিনামূল্যে রেশন পান তাহলে আপনাকে জানিয়ে রাখি যে, শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে এই বিনামূল্যের রেশন। এবিষয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে।

রেশন কার্ড নিয়ে বড় খবর! শীঘ্রই বন্ধ হয়ে যাবে বিনামূল্যের রেশন, জেনে নিন বিস্তারিত

এক্ষেত্রে আগামী ৩০শে জুন পর্যন্ত রেশন-আধার লিঙ্ক করার সময় দেওয়া হয়েছিল, তবে বর্তমানে লক্ষ-লক্ষ মানুষের রেশন-আধার লিঙ্ক না হওয়ার কারণে সরকার এর সময় সীমা ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। আপনাকে জানিয়েদি যে, উক্ত সময়ের মধ্যে রেশন-আধার লিঙ্ক করতে ব্যার্থ হলে বন্ধ হয়ে যাবে বিনামূল্যের রেশন।

সরকার মূলত রেশন কার্ডের দুর্নীতি মেটানোর জন্য রেশন-আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে। এবিষয়ে দেশে অনেকবারই এমন ঘটনা দেখা গিয়েছে যেখানে, একজন ব্যাক্তির নামে একাধিক রেশন কার্ড থেকে চাল-গম নেওয়া হচ্ছিলো। এছাড়া সম্প্রতি রাজ্য সরকারের তরফেও লক্ষ-লক্ষ ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে।

এটাও পড়ুন সামনের মাস থেকেই বদলে যাচ্ছে এই সব নিয়ম! পকেট বাঁচাতে এখনই জেনে নিন বিস্তারিত

এবিষয়ে বিশেষজ্ঞরা বলছেন যে, সরকারের এই পদক্ষেপের কারণে দেশে রেশন কার্ডের দুর্নীতি অনেকটাই কমানো যাবে। জানিয়ে রেখে যে, রেশন ব্যাবস্থাকে পরিছন্ন করার জন্য কেন্দ্রের তরফে ইতমধ্যেই বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন আধুনিক পাল্লা, ফিঙ্গারপ্রিন্ট অথেনটিকেশন ইত্যাদি।

এটাও পড়ুন PM Kisan: এবার প্রতিমাসে অ্যাকাউন্টে আসবে ৩০০০ টাকা! চাষীদের জন্য দারুন সুখবর

এবিষয়ে আপনার রেশন কার্ডের সঙ্গে যদি আপনার আধার কার্ড লিঙ্ক না হয়ে থাকে তাহলে, আপনি পশ্চিমবঙ্গ খাদ্য দফতরের অফিসিয়াল পোর্টাল https://wbpds.wb.gov.in/ থেকে তা ঘরে বসেই বিনামূল্যে করে নিতে পারেন। এক্ষেত্রে রেশন-আধার লিঙ্ক করার জন্য আপনাকে সবার প্রথমে এই https://wbpds.wb.gov.in/(S(rinculyyrpqhjeoj52u51w5e))/EKYC_otp.aspx পোর্টালে যেতে হবে।

এটাও পড়ুন PM Kisan App: লঞ্চ হলো পিএম কিষান অ্যাপ! এবার টাকা পেতে হলে করতে হবে এই কাজ

এরপর আপনার স্ক্রিনে একটি ফর্ম আসবে, ওই ফর্মে আপনার রেশন কার্ডের শ্রেণী এবং নম্বর দিয়ে সার্চ করতে হবে। এরপর আপনার স্ক্রিনে রেশন কার্ডের সমস্ত তথ্য চলে আসবে। ওই তথ্যে আপনার আধার নম্বর না থাকেলে নিচে দেওয়া আপডেট বিকল্পে ক্লিক করে আপনি আপনার আধার নম্বর দিয়ে রেশন-আধার লিঙ্ক করেত পারবেন

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment