WhatsApp Banking: এখন হোয়াটসঅ্যাপেই পাবেন ব্যাঙ্কিং এর যাবতীয় সুবিধা, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের নতুন পরিষেবা

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকদের জন্য দারুন সুখবর, এখন হোয়াটসঅ্যাপেই পেয়ে যাবেন ব্যাঙ্কিং এর যাবতীয় সুবিধা। ডিজিটাল ভারতের কর্মসূচিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়া জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক গত শুক্রবার Airtel-এর সহযোগিতায় হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং এর পরিষেবা চালু করলো। IPPB -র এই পদক্ষেপটির কারণে গ্রাহকরা এখন ফোন থেকেই পেয়ে যাবে ব্যাঙ্কিং এর বিভিন্ন সুবিধা।

India Post Payments Bank Launches WhatsApp Banking Services

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের গ্রহকরা এখন হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং এর মাধ্যমেই পছন্দের ভাষায় অনলাইন ব্যাঙ্কিং এর সুবিধা পেয়ে যাবে। IPPB -র হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং চ্যানেলটি মাল্টি-ল্যাঙ্গুয়েজে হওয়ার কারণে গ্রামীণ এলাকার মানুষরাও এই পরিষেবাটি খুব সহজেই ব্যবহার করতে পারবে।

সূত্রের অনুযায়ী জানা যাচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং এর মধ্যে গ্রাহকরা বিভিন্ন রকম ব্যাঙ্কিং সুবিধার সাথে ডোর স্টেপ ব্যাঙ্কিং সুবিধার অনুরোধ করা, নিকটবর্তী পোস্ট অফিস খোঁজা ইত্যাদির সুবিধাও পাওয়া যাবে। এক কথায় বলতে গেলে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকরা এখন খুব সহজেই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং এর মাধ্যমে ব্যাঙ্কের সাথে যুক্ত হতে পারবে।

এটাও পড়ুন Tax Policy: আয়কর দফতরের নতুন নির্দেশিকা, শীঘ্রই করতে হবে এই কাজটি! নাহোলেই পড়বেন বিরাট সমস্যায়

এবিষয়ে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের CGM, CSMO গুরশরণ রাই বানসাল জানিয়েছেন যে, ডিজিটাল ভারতের কর্মসূচিতে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক ভারতী এয়ারটেলের সাথে কাজ করে খুব খুশি হয়েছে। গুরশরণ রাই বানসাল এর মতে ডিজিটাল অর্থনীতির মাধ্যমেই সমস্ত রকম সুবিধা এবং পরিষেবা সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে পৌঁছানো যাবে।

এটাও পড়ুন মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পে আবেদন করলেই প্রতিবছর পাবেন ১৫০০০ টাকা, দেখেনি পদ্ধতি

অন্যদিকে এয়ারটেল IQ বিভাগের ব্যবসায়িক প্রধান অভিষেক বিসওয়াল এবিষয়ে জানিয়েছেন যে, এই পরিষেবাটি গ্রহকদের জন্য সম্পূর্ণ বিনামূল্য এবং সুরক্ষিত। তিনি আরো জানান যে, এয়ারটেল ইতিমধ্যেই ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকদের এসএমএস এবং ভয়েস কলের মাধ্যমে ব্যাঙ্কিং এর পরিষেবা প্রদান করছে। সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে এবিষয়ে এয়ারটেল সংস্থা প্রতি মাসে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকদের ২৫ কোটি বার্তা পাঠায়।

এটাও পড়ুন Toll Tax: লাইনে দাঁড়িয়ে আর দিতে হবে না টোল ট্যাক্স, টোল ট্যাক্সের নিয়মে বড়সড় পরিবর্তন!

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক এবং এয়ারটেল সংস্থার এই পদক্ষেপটি ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে গ্রাম থেকে শহর, দেশের প্রতিটি কোণার মানুষের কাছে হোয়াটসঅ্যাপ মেসেজিংকে ব্যবহার করে ডিজিটাল অর্থনীতির পড়িকাঠম প্রদান করবে। এছাড়া গ্রাহকদের যেকোনো রকমের সমস্যার সমাধান হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমাধান করার করার জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক এবং এয়ারটেল এই প্রযুক্তিটিকে আরও ভালো করার চেষ্টা করছে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment