Ration Card: রেশন কার্ড নিয়ে আজ থেকেই চালু হচ্ছে নতুন নিয়ম, না জানলেই ঠকে যাবেন

রেশন কার্ড হোল্ডারদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় খবর। রেশন কার্ড নিয়ে চালু হতে চলেছে নতুন নিয়ম। এখন বিনামূল্যের রেশনের সাথে পাবেন আরও এক সুবিধা। এবিষয়ে কেন্দ্র সরকার ইতিমধ্যেই নির্দেশিকা জারি করে দিয়েছে।

New rules are applicable for ration card from today

ন্যায্য ভাবে দেশের সমস্ত রেশন দোকানে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে কি না সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার একটি নতুন নিয়ম লাগু করতে চলেছে। এই নিয়ম অনুযায়ী দেশের সমস্ত রেশন দোকানে একটি নতুন ডিভাইস সেটআপ করার সিধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এখন থেকে রেশন দোকানে ওজন এবং হিসাব এই নতুন ডিভাইসের মাধ্যমেই করা হবে।

সরকার কর্তৃক জারি করা নতুন নিয়মের অধীনে, রেশন দোকানগুলিতে ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল ডিভাইস ব্যবহার করা হবে। এই ডিভাইস ফলে রেশন দোকানে আপনি আপনার ন্যায্য প্রাপ্ত রেশন কোনও ঝামেলা ছাড়াই পেয়ে যাবেন।

এটাও পড়ুন WhatsApp Banking: এখন হোয়াটসঅ্যাপেই পাবেন ব্যাঙ্কিং এর যাবতীয় সুবিধা, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের নতুন পরিষেবা

এখন থেকে দেশের সমস্ত রেশন দোকানে ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল (IPOS) ডিভাইস বাধ্যতামূলক করা হয়েছে। জানিয়েদি যে, নতুন নিয়ম অনুযায়ী এই মেশিন না থাকলে রেশন বিতরণ করা যাবে না। এপ্রসঙ্গে কেন্দ্র সরকার রেশন দোকান গুলিকে ইলেকট্রনিক স্কেলের সাথে IPOS ডিভাইস গুলিকে লিঙ্ক করার নির্দেশ দিয়েছে। সরকারের এই সিধান্তের কারণে সুবিধাভোগীরা তাদের ন্যায্য পরিমাণের খাদ্যশস্য কোনও রকম প্রতারণা ছাড়াই পাবে।

এটাও পড়ুন Tax Policy: আয়কর দফতরের নতুন নির্দেশিকা, শীঘ্রই করতে হবে এই কাজটি! নাহোলেই পড়বেন বিরাট সমস্যায়

সম্প্রতি দেশে এমন অনেক ঘটনা উঠে এসেছে যেখানে রেশন দোকানের কর্মচারীদের ওজনে জালিয়াতির কারণে ভুগতে হচ্ছিলো সাধারণ মানুষদের। এবার এই প্রতারণার হাত থেকেই রেশন কার্ডের সুবিধাভোগীদের রক্ষা করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

এটাও পড়ুন মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পে আবেদন করলেই প্রতিবছর পাবেন ১৫০০০ টাকা, দেখেনি পদ্ধতি

আরও জানিয়ে রাখি যে, বর্তমানে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট (NFSA) এর অধীনে সরকার দেশের প্রায় ৮০ কোটি মানুষকে প্রতি মাসে রেশন প্রদান করছে। এবিষয়ে সরকার ডিসেম্বর ২০২৩ পর্যন্ত দেশের কোটি কোটি মানুষদের রেশন প্রদান করার ঘোষণাও করেছে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment