Toll Tax: লাইনে দাঁড়িয়ে আর দিতে হবে না টোল ট্যাক্স, টোল ট্যাক্সের নিয়মে বড়সড় পরিবর্তন!

বর্তমানে লম্বা যাত্রার দূরত্ব হাইওয়ে ও এক্সপ্রেসওয়ের মাধ্যমে দ্রুত এবং স্বচ্ছন্দের সাথে পার করা যায়। স্বল্প মাত্র টোল ট্যাক্স দিয়ে আমরা এক্সপ্রেসওয়ের মাধ্যমে খুব সহজেই দেশের অন্য কোণায় পৌঁছে যেতে পারি। তবে টোল প্লাজায় এসে এক্সপ্রেসওয়ের দ্রুততা এবং স্বচ্ছন্দ ভঙ্গ হয়ে যায়। কখনো কখনো টোল প্লাজার লম্বা লাইন পার করতে লেগে যাই বেশ কিছুক্ষণ। তবে এখন আর এনিয়ে চিন্তা করতে হবে না। শীঘ্রই টোল ট্যাক্সের নিয়মে বড়সড় পরিবর্তন হতে চলেছে।

Major changes in toll tax rules

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি টোল ট্যাক্স নিয়ে একটি বড় ঘোষণা করেছেন, যা আগামী দিনে কোটি কোটি মানুষকে প্রভাবিত করে। তিনি জানিয়েছে যে অতি শীঘ্রই ভারতে আরো ২৬ টি গ্রীন এক্সপ্রেসওয়ে তৈরি করা হবে। এই এক্সপ্রেসওয়ে তৈরি হওয়ার পাশাপাশি টোল ট্যাক্সের নিয়মেও বড়সড় পরিবর্তন হতে চলেছে বলে জানিয়েছেন নীতিন গড়করি।

Aadhaar-Based Payment System: এখন আধার কার্ডের মাধ্যমেই করতে পারবেন লেনদেন, ফেলেদিন আপনার এটিএম কার্ড

এবিষয়ে তিনি বলেছেন ২০২৪ এর মধ্যে ভারতের সড়ক ব্যাবস্থা আমেরিকার সড়ক ব্যাবস্থার মতো করতে হবে। এই স্বপ্ন পূরণের হাত ধরে ভারতে টোল ট্যাক্স আদায়ের নিয়ম ও প্রযুক্তিতে বড় ধরনের পরিবর্তন আনা হবে। এর জন্য দুটি অভিনব প্রযুক্তির ব্যবহার নেওয়া হবে বলেও জানা যাচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি মতে আগামী দিনে টোল ট্যাক্স আদায় করার জন্য স্যাটেলাইট সিস্টেমের ব্যবহার করা হবে। এছাড়া তিনি আরো জানান যে আধুনিক প্রযুক্তির নম্বর প্লেটের মাধমেও টোল ট্যাক্স আদায় করা যেতে পারে। এনিয়ে ইতিমধ্যেই সরাকরে পরিকল্পনা চলছে বলে তিনি জানান।

Fake Note: ৫০০ টাকার নোট নিয়ে কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার, না জানলেই পড়তে হবে বড় বিপদে

এই পদ্ধতিতে টোল ট্যাক্স আদায় করলে সাধারণ মানুষকে এক্সপ্রেসওয়ে যাতায়াত করার জন্য টোল প্লাজার লম্বা লাইনে অপেক্ষা করতে হবে না। এপ্রসঙ্গে নীতিন গড়করি জানান যে “এখন আর টোল ট্যাক্স দিতে হবে না, আপনার অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা কেটে নেওয়া হবে।”

ATM Cash Withdrawal Charges: এটিএম থেকে টাকা তোলার জন্য এখন গুনতে হবে অতিরিক্ত মাসুল, নতুন নিয়ম জারি করলো ব্যাঙ্ক

এপ্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে টোল ট্যাক্স আদায় করার জন্য ফাস্টট্যাগ প্রযুক্তির ব্যবহার করা হয়। তবে বিভিন্ন রকম টেকনিক্যাল সমস্যার কারণে ফাস্টট্যাগ প্রযুক্তি অনেক সময় কাজ করে না। যার ফলে টোল প্লাজায় যানজট হয়ে যায়। এছাড়া এক্সপ্রেসওয়েতে যাতায়াত করার সময় ফাস্টট্যাগকে আলাদা করে রিচার্জও করতে হয়। এবিষয়ে নীতিন গড়করি অনুযায়ী নতুন প্রযুক্তি এলে এক্সপ্রেসওয়েতে যাতায়াত করা আরও সহজ হয়ে উঠবে।

👉 DA Hike: বাড়লো আরও ৪ শতাংশ DA, পশ্চিমবঙ্গের তুলনায় এই রাজ্যের কর্মচারীরা ৭ গুন মহার্ঘ ভাতা পেতে চলেছে

👉 PAN Aadhaar: ৩০শে জুন নয়, আজ থেকেই প্যান-আধার ছাড়া করতে পারবেন না এই কাজ গুলি, নতুন নির্দেশিকা জারি করলো অর্থ মন্ত্রণালয়

👉 FY 2023-24: আজ থেকে বদলে যাচ্ছে এই ৭টি নিয়ম, যার সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে

👉 Aadhaar Card Update: ১০ বছর পুরনো আধার কার্ড কি বন্ধ হতে চলেছে? কি বলছে UIDAI

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment