ডিজিটাল লেনদেনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আধার সংস্থা UIDAI নিয়ে এসেছে আধার-ভিত্তিক পেমেন্ট সিস্টেম। এখন আপনি আপনার আধার কার্ডের মাধ্যমেই অনলাইন টাকা লেনদেন করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট এবং বায়োমেট্রিক প্রযুক্তির উপর ভিত্তি করে এখন খুব সহজেই পেমেন্ট করা যাবে।
আধার কার্ডের মাধ্যমে টাকা লেনদেন করার এই নতুন প্রযুক্তিটিকে AePS বা Aadhaar-Based Payment System নাম দেওয়া হয়েছে। এই পেমেন্ট সিস্টেমে আধার কার্ডের বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন পরিকাঠামোর উপর ভিত্তি করে পেমেন্ট করা হয়। অর্থাৎ আপনি AePS পেমেন্ট সিস্টেমে খুব সহজেই আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পেমেন্ট করতে পারেবন। এটি অনেকটাই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেশন দোকান থেকে রেশন সামগ্রী তোলার মতো।
Fake Note: ৫০০ টাকার নোট নিয়ে কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার, না জানলেই পড়তে হবে বড় বিপদে
জানিয়ে রাখি যে, AePS হল ব্যাঙ্কের নেতৃত্বে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) দ্বারা তৈরি একটি মডেল যা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে। AePS আধার প্রমাণীকরণ ব্যবহার করে ব্যাঙ্ক দ্বারা অনুমোদিত মাইক্রো এটিএম/কিওস্ক/মোবাইল ডিভাইসের মাধ্যমে পেমেন্ট করার সুবিধা দেয়।
আধার প্রমাণীকরণের মাধ্যমে সুরক্ষিত পেমেন্ট করার জন্য NPCI এই AePS প্রযুক্তিটিকে তৈরী করেছে। এক্ষেত্রে কোনও ব্যক্তি যদি AePS এর মাধ্যমে পেমেন্ট করতে চাই, তাহলে তা কাছে একটি বৈধ আধার কার্ড থাকতে হবে এবং ওই আধার কার্ডটিকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে।
এই আধার ভিত্তিক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনি বেসিক ব্যাঙ্কিং সুবিধা যেমন ব্যালেন্স চেক করা, টাকা তোলা, টাকা জমা দেওয়া, কোনও দোকানে পেমেন্ট করার মতো কাজ আধারের সুরক্ষার সঙ্গে করতে পারবেন।
আধার ভিত্তিক পেমেন্ট করার জন্য কি করতে হবে?
আধার কার্ডের মাধ্যমে পেমেন্ট করার জন্য সবার প্রথমে আপনার কাছে একটি বৈধ আধার নম্বর থাকতে হবে। তবে এক্ষেত্রে আধার কার্ডে আপনার বায়োমেট্রিক তথ্য থাকা বাধ্যতামূলক। এবার পেমেন্ট করার জন্য আপনাকে আপনার আধার কার্ডকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে।
এরপর দোকানে, এটিএমে, ব্যাবসায়ীর কাছে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আধার ভেরিফিকেশন করে খুব সহজে এবং সুরক্ষার সঙ্গে পেমেন্ট করতে পারবেন।
আধার ভিত্তিক পেমেন্ট সিস্টেমের সুবিধা
আধার ভিত্তিক পেমেন্ট সিস্টেমের সুবিধা গুলির মধ্যে অন্যতম সুবিধা হল ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের সুবিধা, কার্ড ছাড়া পেমেন্ট করার সুবিধা। এছাড়া এই সিস্টেমে পেমেন্ট করার জন্য আপনাকে কোনও পিন/পাসওয়ার্ডও মনে রাখার ঝামেলা নিতে হবে না।
🔥 FY 2023-24: আজ থেকে বদলে যাচ্ছে এই ৭টি নিয়ম, যার সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে
🔥 Aadhaar Card Update: ১০ বছর পুরনো আধার কার্ড কি বন্ধ হতে চলেছে? কি বলছে UIDAI