ATM Cash Withdrawal Charges: এটিএম থেকে টাকা তোলার জন্য এখন গুনতে হবে অতিরিক্ত মাসুল, নতুন নিয়ম জারি করলো ব্যাঙ্ক

ATM মেশিনের কারণেই বর্তমানে ব্যাঙ্ক থেকে টাকা তোলার জন্য ফর্ম হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় না। পকেটে শুধুমাত্র একটি ATM কার্ড থাকলেই আমরা খুব সহজেই প্রয়োজন মতো টাকা পেয়ে যাই। তবে এবার এই সুবিধাটি ব্যবহার করতে গেলে গুনতে হবে অতিরিক্ত মাসুল।

PNB ATM Cash Withdrawal Charges On Failed Withdrawal

প্রসঙ্গত পাঞ্জাব ন্যাশেনাল ব্যাঙ্ক একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে আগামী ১লা মে ২০২৩ থেকে অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে যদি ATM থেকে টাকা উত্তলোন ব্যর্থ হয় তাহলে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত চার্জ কাটা হবে। এবিষয়ে পাঞ্জাব ন্যাশেনাল ব্যাঙ্ক জানিয়েছে অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে ব্যর্থ টাকা উত্তলোনের ক্ষেত্রে ১০ টাকা +জিএসটি চার্জ করা হবে।

DA Hike: বাড়লো আরও ৪ শতাংশ DA, পশ্চিমবঙ্গের তুলনায় এই রাজ্যের কর্মচারীরা ৭ গুন মহার্ঘ ভাতা পেতে চলেছে

জানিয়েদি যে এই চার্জ ইস্যুয়েন্স এবং মেনটেন্স চার্জের থেকে আলাদা। এপ্রসঙ্গে এবার থেকে পাঞ্জাব ন্যাশেনাল ব্যাঙ্ক ব্যাঙ্কের গ্রহকদের ATM থেকে টাকা তোলার জন্য মোট ৩ ধরনের চার্জ দিতে হবে। প্রথমত ATM কার্ডের ইস্যুয়েন্স চার্জ এবং বাৎসরিক মেনটেন্স চার্জ। দ্বিতীয়ত ATM থেকে টাকা তোলার চার্জ এবং তৃতীয়ত অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে ব্যর্থ টাকা উত্তলোনের চার্জ।

ATM কার্ডের ইস্যুয়েন্স চার্জ এবং বাৎসরিক মেনটেন্স চার্জ: আপনার ATM কার্ডের শ্রেণীর উপর নির্ভর করে ব্যাঙ্ক আপনার কাছ থেকে ইস্যুয়েন্স চার্জ এবং বাৎসরিক মেনটেন্স চার্জ নিয়ে থেকে। সাধারণত এই চার্জ বাৎসরিক ৩০০ থেকে ৬০০ মধ্যে হয় তবে এমন বেশকিছু কার্ড রয়েছে যেখানে কোনও বাৎসরিক চার্জ দিতে হয় না।

PAN Aadhaar: ৩০শে জুন নয়, আজ থেকেই প্যান-আধার ছাড়া করতে পারবেন না এই কাজ গুলি, নতুন নির্দেশিকা জারি করলো অর্থ মন্ত্রণালয়

ATM থেকে টাকা তোলার চার্জ: ATM থেকে টাকা তোলার জন্য প্রায় প্রত্যেক ব্যাংকই চার্জ কাটে। এক্ষেত্রে PNB ব্যাঙ্ক এর গ্রাহকরা প্রতিমাসে PNB ব্যাঙ্ক এর ATM থেকে বিনামূল্যে সর্বোচ্চ ৫ বার টাকা তুলতে পারবে এবং অন্য ব্যাঙ্কের ATM থেকে প্রতিমাসে বিনামূল্যে সর্বোচ্চ ৩ বার টাকা তুলতে পারবে। এই সীমা অতিক্রম করলে গ্রাহকের ব্যাঙ্ক থেকে একটি নির্দিষ্ট অংকের টাকা কেটে নেওয়া হয়।

FY 2023-24: আজ থেকে বদলে যাচ্ছে এই ৭টি নিয়ম, যার সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে

অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে ব্যর্থ টাকা উত্তলোনের চার্জ: এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে অপর্যাপ্ত ব্যালেন্সের থাকার কারণে যদি ATM থেকে টাকা তোলা ব্যর্থ হয় তাহলে আপনার কাছ থেকে ১০ টাকা সহ জিএসটি চার্জ নেওয়া হবে। এই নিময় ১লা মে ২০২৩ থেকে চালু হতে চলেছে। তাই পাঞ্জাব ন্যাশেনাল ব্যাঙ্ক এর কার্ড থেকে টাকা তোলার সময় একটু সতর্ক থাকবেন।

🔥 Aadhaar Card Update: ১০ বছর পুরনো আধার কার্ড কি বন্ধ হতে চলেছে? কি বলছে UIDAI

🔥 Paytm ব্যাবহারকারীদের জন্য দারুন সুখবর, PPI লেনদেনের উপর অতিরিক্ত চার্জ লাগবে না বলে স্পষ্ট জানালো পেটিএম

🔥 Delink PAN-Aadhaar: প্যান-আধার লিঙ্কে এই ভুলটি থাকলেই করতে হবে প্যান-আধার ডিলিঙ্ক, দেখে নিন পদ্ধতি

🔥 UPI Wallet Charges: এখনই আপনার Paytm, PhonePe ওয়ালেটের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিন, নইলে পরে গুনতে মাসুল

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment