Tax Policy: আয়কর দফতরের নতুন নির্দেশিকা, শীঘ্রই করতে হবে এই কাজটি! নাহোলেই পড়বেন বিরাট সমস্যায়

অর্থ বর্ষ ২০২৩-২৪ শুরু হওয়ার পাশাপাশি লাগু হয়েছে নতুন ট্যাক্স পলিসি। এবার এই ট্যাক্স পলিসি নিয়েই বড়সড় আদেশ জারি করলো আয়কর দফতর। বর্তমানে পুরোনো এবং নতুন এই দুটি কর ব্যবস্থাই সক্রিয় রয়েছে। তবে এক্ষেত্রে আপনি যদি সময় থাকতে আপনার পছন্দের কর ব্যবস্থা বেছে না নেন তাহলে নতুন কর নীতির উপর ভিত্তি করেই আপনাকে ট্যাক্স দিতে হবে। তাই সম্প্রতি আয়কর দফতর এনিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

Select old vs new tax regime

সরকারি, বেসরকারি সংস্থার কর্মচারী থেকে শুরু করে সাধারণ কর্মী সকলের জন্যেই এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত তাড়াতাড়ি সম্ভব পুরোনো এবং নতুন কর ব্যাবস্থার মধ্যে থেকে আপনাকে আপনার পছন্দের কর ব্যবস্থা বেছেনিতে হবে। এবিষয়ে আয়কর দফতর দেশের সমস্ত কর্মরত ব্যক্তি এবং সংস্থাগুলির উদ্যেশে একটি নির্দেশিকা জারি করেছে।

উক্ত নির্দেশি অনুযায়ী নিয়োগকরি সংস্থাকে কর্মচারীদের চলতি আর্থিক বছরে পছন্দের কর ব্যবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। এই প্রশ্নের উপরেই নির্ভর করে চলতি আর্থিক বছরে কর্মীদের ইনকামের উপর ট্যাক্স ডিডাকশন (TDS) লাগু হবে।

এটাও পড়ুন PAN Aadhaar: ৩০শে জুন নয়, আজ থেকেই প্যান-আধার ছাড়া করতে পারবেন না এই কাজ গুলি, নতুন নির্দেশিকা জারি করলো অর্থ মন্ত্রণালয়

আয়কর দফতর থেকে জারি করা নির্দেশিকা অনুযায়ী যদি কোনও ব্যক্তি তার পছন্দের কর ব্যবস্থা বেছে নিতে ব্যর্থ হয় তাহলে তার ইনকামের উপর নতুন ট্যাক্স নীতি অনুযায়ী ট্যাক্স নেওয়া হবে। তাই যারা আগের ট্যাক্স নীতি অনুযায়ী ট্যাক্স দিতে ইচ্ছুক তাদের শীঘ্রই পছন্দের ট্যাক্স নীতি বেছে নিতে হবে।

এটাও পড়ুন ATM Cash Withdrawal Charges: এটিএম থেকে টাকা তোলার জন্য এখন গুনতে হবে অতিরিক্ত মাসুল, নতুন নিয়ম জারি করলো ব্যাঙ্ক

জানিয়ে রাখিযে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৩-২৪ আর্থিক বর্ষের বাজেট পেশের দিন নতুন কর ব্যবস্থার অন্তর্গত ট্যাক্স স্ল্যাব কে কমানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তুলনা মূলক ভাবে নতুন কর ব্যবস্থায় কর কম হলেও এতে পুরোনো কর ব্যবস্থার মতো ট্যাক্সে ছাড় নেই। প্রসঙ্গত পুরোনো কর ব্যবস্থায়, বিভিন্ন পদ্ধতিতে ট্যাক্সে ছাড় পাওয়ার সুবিধা ছিল যা নতুন কর ব্যবস্থায় নেই। তাই অনেকেই আগের ট্যাক্স পলিসি অনুযায়ী ট্যাক্স দিতে চাই।

এটাও পড়ুন DA Hike: বাড়লো আরও ৪ শতাংশ DA, পশ্চিমবঙ্গের তুলনায় এই রাজ্যের কর্মচারীরা ৭ গুন মহার্ঘ ভাতা পেতে চলেছে

এবার এনিয়েই সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) নিয়োগকর্তাদের উদ্যেশে নির্দেশিকা জারি করেছে। নিয়োগকর্তাদের জানানো হয়েছে যে কর্মচারীদের কর ব্যবস্থা স্পষ্টীকরণ করতে হবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment