Fake Note: ৫০০ টাকার নোট নিয়ে কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার, না জানলেই পড়তে হবে বড় বিপদে

২০১৬ সালের ডিমোনিটাইজেশনের পর বাজারে এসেছিলো ৫০০ ও ২০০০ এর নতুন নোট। এবার এই ৫০০ টাকার নতুন নোট নিয়েই বড়সড় নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় সংস্থা PIB Fact Check । তাই আপনার কাছে যদি এই মুহূর্তে ৫০০ টাকার নোট থাকে, তাহলে এটি আপনার জন্য গুরুত্বপূর্ণ খবর।

Central government has issued strict guidelines on Rs 500 notes

প্রসঙ্গত কিছু দিন থেকেই ৫০০ টাকার নোট নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে ৫০০ টাকার একটি নোটকে জাল বলে চিহ্নিত করা হচ্ছে। এবার ওই ৫০০ টাকার নোটটি নিয়েই বিজ্ঞপ্তি জারি করলো পিআইবি।

ATM Cash Withdrawal Charges: এটিএম থেকে টাকা তোলার জন্য এখন গুনতে হবে অতিরিক্ত মাসুল, নতুন নিয়ম জারি করলো ব্যাঙ্ক

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরা ভিডিওটিতে বলা হচ্ছে যে, ৫০০ টাকার নোটের সবুজ স্ট্রিপটি যদি আরবিআই গভর্নরের স্বাক্ষরের খুব কাছ দিয়ে অথবা গান্ধীজির ছবির খুব কাছ দিয়ে যায় তাহলে সেটি জাল নোট। তবে এবিষয়ে সত্যতা যাচাই করতে গিয়ে অন্য কিছুই জানা গেলো।

প্রসঙ্গত কেন্দ্রীয় সংস্থা PIB এবিষয়ে সত্যতা যাচাই করে জানিয়েছে এই ভিডিওটা একটি মিথ্যা ভিডিও। PIB জানিয়েছে যে বাজারে চলমান এই ধরণের সব নোটই আসল। টাকা প্রিন্ট করার সময় ভিন্ন ভিন্ন নোট ভিন্ন ভিন্ন স্থানে ওই সবুজ স্ট্রিপটি থাকতে পারে। তাই এবিষয়ে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই।

DA Hike: বাড়লো আরও ৪ শতাংশ DA, পশ্চিমবঙ্গের তুলনায় এই রাজ্যের কর্মচারীরা ৭ গুন মহার্ঘ ভাতা পেতে চলেছে

এবিষয়ে PIB জানিয়েছে যে আপনিও যদি এই ধরণের মেসেজ অথবা ভিডিও পেয়ে থাকেন তাহলে তা কারো সাথে শেয়ার করবেন না। এছাড়া এই ধরণের ভুয়ো খবরের সত্যতা যাচাই করার জন্য আপনি সরাসরি কেন্দ্র সরকারের PIB Fact Check বিভাগের সঙ্গে যোগাযোগ করতে পারেন। PIB Fact Check এর সঙ্গে যোগাযোগ করার জন্য আপনি +৯১৮৭৯৯৭১১২৫৯ নম্বরে কল করতে পারেন অথবা [email protected] এ ইমেলও পাঠাতে পারেন।

👉 PAN Aadhaar: ৩০শে জুন নয়, আজ থেকেই প্যান-আধার ছাড়া করতে পারবেন না এই কাজ গুলি, নতুন নির্দেশিকা জারি করলো অর্থ মন্ত্রণালয়

👉 FY 2023-24: আজ থেকে বদলে যাচ্ছে এই ৭টি নিয়ম, যার সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে

👉 Aadhaar Card Update: ১০ বছর পুরনো আধার কার্ড কি বন্ধ হতে চলেছে? কি বলছে UIDAI

👉 Paytm ব্যাবহারকারীদের জন্য দারুন সুখবর, PPI লেনদেনের উপর অতিরিক্ত চার্জ লাগবে না বলে স্পষ্ট জানালো পেটিএম

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment