মূল্যবৃদ্ধির এই বাজারে পেট্রল, ডিজিল, এলপিজির পর এবার কাঁচা সবজিরও আকাশছোঁয়া দাম। গত সপ্তাহ খানেক থেকে কাঁচা লঙ্কা, টমেটো থেকে শুরু করে বাজারের অন্যান্য কাঁচা সবজির মূল্যবৃদ্ধির কারণে ভাঁজ পড়েছে মধ্যবিত্তের কপালে। সপ্তাহ খানেকের মধ্যেই প্রায় ৩ থেকে ৫ গুন বেড়েছে বেশিরভাগ কাঁচা সবজির দাম।

তবে এবার এবিষয়ে সরকারের তরফে একটি বড়সড় সিধান্ত উঠে আসছে। এপ্রসঙ্গে দেশ জুড়ে কাঁচা সবজি মূল্যবৃদ্ধির কারণে দেশের বেশকিছু রাজ্যে এবার রেশন দোকান থেকে টমেটো বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি তামিলনাড়ু সরকার তাদের রেশন দোকান থেকে কম দামে টমেটো বিক্রি করতে চলেছে বলে জানাই।
এবিষয়ে সংবাদ সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, রাজ্যের প্রায় ৮২টি রেশন দোকানে ৬০ টাকা কিলো টমেটো বিক্রি করা হবে। জানিয়ে দি যে, বর্তমানে কর্নাটকে ১২০ থেকে ১৪০ এর মধ্যে টমেটো বিক্রি হচ্ছে। অর্থাৎ তামিলনাড়ুর রেশন থেকে প্রায় অর্ধেকেরও কম দামে টমেটো প্রদান করা হবে।
এটাও পড়ুন Pan Aadhaar: প্যান-আধার লিঙ্ক করতে ব্যর্থ হয়েছেন? এবার কি করতে হবে জেনে নিন
তবে এবিষয়ে তামিলনাড়ু সরকারের তরফে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে যে, প্রতি ব্যক্তি ১ কেজি করেই টমেটো প্রদান করা হবে। এদিন তামিলনাড়ুর সমবায় মন্ত্রী, এস. পেরিয়াকারুপ্পান রাজ্যের টমেটো ও অন্যান্য কাঁচা সবজির দাম নিয়ন্ত্রণ করার জন্য রাজ্যের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করেছিলেন।
এটাও পড়ুন Bank Holidays: জুলাই মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে দেখে নিন
এছাড়া মন্ত্রী মশাই এদিন সাংবাদিকদের আরও জানান যে, রাজ্যে যদি কাঁচা সবজির দাম এইরকম ভাবেই বাড়তে থাকে তাহলে সাধারণ মানুষদের এই মূল্যবৃদ্ধির হাত থেকে রক্ষা করার জন্য রাজ্য সরকার আরও নতুন নতুন পদক্ষেপ নিবে। এক্ষেত্রে অন্যান্য কাঁচা সবজিও রেশন থেকে প্রদান করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
এটাও পড়ুন Student Tablet: এবার পড়ুয়াদের সরাসরি দেওয়া হবে ট্যাব! রাজ্য শিক্ষা শিবিরে নতুন দাবি
তামিলনাড়ু সরকারের রেশন থেকে কম দামে টমেটো বিক্রি করার সিদ্ধান্তের করেন রাজ্যের বাসিন্দারা মূল্যবৃদ্ধির হাত থেকে অনেকেটাই রেহাই পেয়েছে। বিশেষজ্ঞদের মোতে এই রকম ভাবে সবজির দাম বাড়তে থাকলে তামিল নাড়ুর রাস্তাতেই হয়তো দেশের অন্য রাজ্যগুলি চলতে পারে।
এগুলো পড়ুন
Ration Card: রেশন কার্ড নিয়ে বড় খবর! শীঘ্রই বন্ধ হয়ে যাবে বিনামূল্যের রেশন, জেনে নিন বিস্তারিত
সামনের মাস থেকেই বদলে যাচ্ছে এই সব নিয়ম! পকেট বাঁচাতে এখনই জেনে নিন বিস্তারিত
PM Kisan App: লঞ্চ হলো পিএম কিষান অ্যাপ! এবার টাকা পেতে হলে করতে হবে এই কাজ
PM Kisan: এবার প্রতিমাসে অ্যাকাউন্টে আসবে ৩০০০ টাকা! চাষীদের জন্য দারুন সুখবর