Summer Vacation Cancelled: গ্রীষ্মের ছুটি শুরু হতে না হতেই নতুন দাবি, আবার খুলতে চলেছে স্কুল?

বেশ কয়েকটি জটিলতার মধ্যে দিয়েই শুরু হলো এবছরের গরমের ছুটি। তবে গরমের ছুটি শুরু হতে না হতেই সৃষ্টি হয়েছে আরও নতুন-নতুন জটিলতা। শিক্ষা মহলে এর আগেই উঠেছে গরমের ছুটি পিছানোর দাবি। তবে এখন অভিভাবকদের মধ্যেও উঠছে গরমের ছুটি পিছানোর দাবি। এনিয়ে অভিভাবকদের এক অংশ শিক্ষামন্ত্রীকে এবিষয়ে চিঠিও লিখেছে।

গ্রীষ্মের ছুটি শুরু হতে না হতে নতুন দাবি, আবার খুলতে চলেছে স্কুল

সাম্প্রতিক দাবদাহ এবং তপ্রবাহের কারণে তড়িঘড়ি করে ২রা মে থেকে গরমের ছুটি শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তবে গত কয়েকদিনের মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের কারণে রাজ্যে তাপমাত্রার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। তার সত্বেও ২রা মে থেকেই গরমের ছুটি শুরু করার সিদ্ধান্ত বহাল রেখে আজ থেকে রাজ্যের সকল সরকারি স্কুলগুলিতে ছুটি পরে যাই।

তবে বর্তমানে শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের এক অংশ এই সিদ্ধান্ত নিয়ে মোটেই খুশি নয়। এবিষয়ে তাদের দাবি যে, বর্তমানে রাজ্যে তাপমাত্রার পরিস্থিতি স্বাভাবিক এবং আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন রাজ্যের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এমন পরিস্থিতিতে স্কুলে ছুটি জারি করার কোনও মানে হয়না বরং এই ছুটির কারণে পড়ুয়াদের পঠন-পাঠনে বিঘ্ন আসছে।

এটাও পড়ুন Nabanna Scholarship: মাধ্যমিক পাস করলেই প্রতিবছর ১০০০০ টাকা, দেখে নিন কীভাবে আবেদন করবেন

এবছর ইতিমধ্যেই গরমের কারণে রাজ্যে এক সপ্তাহের জন্য স্কুল-কলেজ বন্ধ ছিল। আবার অন্যদিকে রাজ্য স্কুল শিক্ষা দফতর থেকে এই এবছরের গরমের ছুটি কবে শেষ হবে তা নিয়েও কোনও স্পষ্ট বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এমন পরিস্থিতি পড়ুয়াদের পঠন-পাঠন নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরা।

এটাও পড়ুন Aadhaar Card Update: আধার কার্ড ১০ বছর আগের নাহলেও করতে হবে আপডেট, দেখে নিন কেন এবং কীভাবে

এবিষয়ে শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে স্কুল খোলার দাবি নিয়ে চিঠি লিখেছেন। অভিভাবকদের মধ্যে অনেকেই জানিয়েছে যে, ছুটির পরিবর্তে সকালে স্কুল করা গেলে আর কোনও ঝাজমেলায় থাকে না।

এটাও পড়ুন Govt Bans Apps: কেন্দ্রের নির্দেশে আবার বন্ধ হলো ১৪টি মোবাইল অ্যাপ, আপনার ফোনেও আছে নাকি দেখে নিন!

একদিকে ২রা মে, মঙ্গলবার থেকে রাজ্যের সরকারি স্কুলগুলিতে ছুটি পড়েছে। তবে অন্যদিকে রাজ্যের বেশিরভাগ বেসরকারি স্কুলগুলিতে রীতি মতো পঠন-পাঠন চলেছে। এবিষয়ে সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা প্রশ্ন তুলছে যে, গরম কি শুধু সরকারি স্কুলগুলিতে পড়েছে, যার জন্যে এমন তড়িঘড়ি করে সরকারি স্কুলগুলিতে ছুটি জারি করা হলো।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment