WB Bank Holiday: দেশ জুড়ে মে মাসে মোট ১২ দিন ব্যাঙ্কের ছুটি, দেখে নিন পশ্চিমবঙ্গে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে

প্রত্যেক মাসেই প্রায় ৬-৮ দিন ব্যাঙ্কের ছুটি থাকে, এই ছুটির দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে হয়রানির শিকার হতে হয় বহু মানুষকে। তবে যদি আগে থেকেই ব্যাঙ্কের ছুটির দিনগুলির সম্পর্কে জানা থাকে, তাহলে এই হয়রানিকে অনেকটাই এড়ানো যায়। এবিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে প্রত্যেক মাসেই ব্যাঙ্কের ছুটির তালিকা জারি করা হয়।

দেশ জুড়ে মে মাসে মোট ১২ দিন ব্যাঙ্কের ছুটি, দেখে নিন পশ্চিমবঙ্গে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে

এপ্রসঙ্গে ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে আসন্ন মে মাসের ছুটির তালিকা জারি করা হয়েছে। উক্ত তালিকা অনুযায়ী মে মাসে দেশ জুড়ে মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে। তবে এই ১২ দিনের মধ্যে মোট ৯ দিন কলকাতা তথা পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা জারি করা ছুটির তালিকা অনুযায়ী পয়লা মে, সোমবার মে দিবস ও শ্রমিক দিবসের ছুটি এবং ৫ই মে, শুক্রবার বুদ্ধপূর্ণিমার ছুটির কারণে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় ৯ই মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর দরুন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

এটাও পড়ুন Madhyamik Result Date: অবশেষে মাধ্যমিক ফল প্রকাশের তারিখ জানা গেল! আর কয়েকদিনের মধ্যেই আসবে মাধ্যমিকের রেজাল্ট

উক্ত ছুটির দিনগুলি ছাড়াও ৭, ১৪, ২১ ও ২৮শে মে রবিবারের ছুটি এবং ১৩ ও ২৭ তারিখ, মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের দরুন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে। উক্ত তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে মে মাসের মোট ৯ দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে। তাই এই ৯ দিন ব্যাঙ্কে কোনও কাজ থাকলে তা এড়িয়ে যেতে হবে।

এটাও পড়ুন Summer Vacation Last Date: শুরু হলো গরমের ছুটি! তবে কত দিন চলবে এই ছুটি, কি জানাচ্ছে নবান্ন?

এই ৯ দিন ছাড়াও দেশের অন্যান্য রাজ্যে আরও তিনদিন ব্যাঙ্কের ছুটি থাকেব। এপ্রসঙ্গে ১৬ই মে সিকিম দিবসের দিন সিকিম রাজ্যের ব্যাঙ্কগুলি বন্ধ থাকতে চলেছে। ২২শে মে হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং রাজস্থানে মহারানা প্রতাপ জয়ন্তীর দরুন ব্যাঙ্কে ছুটি থাকবে এবং কাজী নজরুল ইসলাম জয়ন্তীর দরুন ২৪শে মে ত্রিপুরায় ব্যাঙ্কে ছুটি থাকবে।

এটাও পড়ুন WB Private Schools: এবার বেসরকারি স্কুলগুলির উপরেও রাজ্যের নিয়ন্ত্রণ! গঠন হতে পারে নতুন শিক্ষা কমিশন

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মূলত এই ছুটির দিনগুলি ব্যাঙ্কের কর্মচারীদের জন্য প্রকাশিত করে। তবে ব্যাঙ্কের কর্মচারীদের পাশাপাশি গ্রহকদের জন্যেও এই ছুটির দিনগুলি অত্যন্ত জরুরি।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment