Summer Vacation Objection: গ্রীষ্মের ছুটি বাতিল, নাকি অনলাইন ক্লাস? কি জানাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

সাম্প্রতিক তাপপ্রবাহের কারণে এবছর অনেকটাই তড়িঘড়ি করে জারি করা হয়েছে গ্রীষ্মের ছুটি২রা মে, মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে ছুটি পড়েছে। তবে বর্তমানে রাজ্যে তাপমাত্রার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং সামনের কিছু দিনেও অবহাওয়া অনেকটা এমনিই থাকতে চলেছে। এমন পরিস্থিতিতে গরমের ছুটির প্রয়োজন হয় না বলেই চলে।

গ্রীষ্মের ছুটি বাতিল, নাকি অনলাইন ক্লাস? কি জানাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

এই কারণেই রাজ্যের শিক্ষা মহলে এবং অভিভাবকদের মধ্যে উঠেছে নতুন দাবি। রাজ্যের বেশকিছু সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং বিশেষ করে অভিভাবকরা এই গরমের ছুটি বাতিল করার দাবি করছে। অন্যদিকে অনেকেই পূর্বে নির্ধারিত ২৪শে মে থেকে গরমের ছুটি শুরু করার কথা বলছে।

এবিষয়ে সকালে স্কুল এবং অনলাইন ক্লাসেরও দাবি উঠেছে শিক্ষা মহলে। জানা যাচ্ছে যে, ছুটি বাতিল করার দাবি নিয়ে বেশ কয়েকজন অভিভাবক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি লিখেছেন। তবে এবিষয়ে এখন পর্যন্ত রাজ্য স্কুল শিক্ষা দফতর থেকে কোনও প্রতিক্রিয়া জারি করা হয়নি।

এটাও পড়ুন Summer Vacation Cancelled: গ্রীষ্মের ছুটি শুরু হতে না হতেই নতুন দাবি, আবার খুলতে চলেছে স্কুল?

এবিষয়ে বিশেষজ্ঞরা বলছেন যে, বর্তমানের তাপমাত্রার পরিস্থিতিকে দেখে রাজ্যে গরমের ছুটি বাতিল করাই মঙ্গলময়। এমনিতেই গত ২ বছরে করোনা কালে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ব্যাপক ভাবে আঘাত পেয়েছে তার উপরে গরমের ছুটিতে এমন ভাবে ক্লাস নষ্ট করলে শিক্ষা ব্যবস্থার হাল আরও খারাপ হয়ে যাবে।

এটাও পড়ুন Nabanna Scholarship: মাধ্যমিক পাস করলেই প্রতিবছর ১০০০০ টাকা, দেখে নিন কীভাবে আবেদন করবেন

বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, গ্রীষ্মের ছুটি বাতিল করে সকালে স্কুল করা গেলে, গরম এবং ক্লাস নষ্ট হওয়া আর কোনও প্রশ্নই আসেনা। এবিষয়ে অনলাইন ক্লাসেরও দাবি উঠেছে, তবে শহরের দিকে অনলাইন ক্লাস নেওয়া গেলেও গ্রামের দিকে এটি সম্ভব নয়। তাই এখন সবথেকে ভালো বিকল্প হচ্ছে সকালে স্কুল।

এটাও পড়ুন Aadhaar Card Update: আধার কার্ড ১০ বছর আগের নাহলেও করতে হবে আপডেট, দেখে নিন কেন এবং কীভাবে

তবে এবিষয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে যে, গরমের ছুটির কারণে নষ্ট হওয়া ক্লাসের ক্ষতিপূরণ করার জন্য ছুটি শেষ হওয়ার পরে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment