Govt Bans Apps: কেন্দ্রের নির্দেশে আবার বন্ধ হলো ১৪টি মোবাইল অ্যাপ, আপনার ফোনেও আছে নাকি দেখে নিন!

মোদী সরকারের নির্দেশে আবার বন্ধ করা হলো ১৪ টি মোবাইল অ্যাপ। তবে এবার নিশানায় চাইনিজ অ্যাপ এর পরিবর্তে পাকিস্তাতানি সন্ত্রাসবাদীদের দ্বারা ব্যাবহৃত ১৪ টি মেসেঞ্জার অ্যাপ। সংবাদ সূত্রে জানা যাচ্ছে এই অ্যাপগুলির মাধ্যমেই পাকিস্তানের সন্ত্রাসীরা জম্মু-কাশ্মীরের সন্ত্রাসীদের সাথে তথ্য আদান প্রদান করতো।

কেন্দ্রের নির্দেশে আবার বন্ধ হলো ১৪টি মোবাইল অ্যাপ, আপনার ফোনেও আছে নাকি দেখে নিন!

এই ১৪ টি মেসেঞ্জার অ্যাপের তালিকায় রয়েছে বেশকয়েকটি জনপ্রিয় মোবাইল অ্যাপ। এর মধ্যে সবথেকে জনপ্রিয় অ্যাপ হচ্ছে মিডিয়াফায়ার। এছাড়াও এই তালিকায় রয়েছে ব্রায়ার, বি চ্যাট, ক্রিপভাইসার, এঞ্জিমা, সেফসইউস, উইক্রমি, নাদবক্স, কনিয়ন, আই এম ও, এলিমেন্ট, সেকেন্ড লাইন, জ্যাঙ্গি এবং থ্রিমা নামক ১৩ টি অ্যাপ।

উপরে উক্ত অ্যাপগুলি যদি আপনার মোবাইলে থাকে, তাহলে অবিলম্বে অ্যাপগুলিকে ডিলিট করে দেওয়া উচিত।

এটাও পড়ুন New LPG Prices: কমল এলপিজি সিলিন্ডারের দাম, তবে মধ্যবিত্তের চুলায় স্বস্তি মিললো না

সূত্রে মাধ্যমে জানা যাচ্ছে যে, উপরে উক্ত অ্যাপগুলির মাধ্যমেই পাকিস্তানি সন্ত্রাসীরা জম্মু-কাশ্মীরের স্থানীয় সন্ত্রাসীদের গোপন বার্তা পাঠিয়ে নির্দেশ দিতো। সাম্প্রতিক জম্মু-কাশ্মীরের আতঙ্কবাদী আক্রমনেও এই অ্যাপগুলির ব্যবহার করা হয়েছিল বলে জানা যাচ্ছে।

এটাও পড়ুন Free Aadhaar Update: হাতে আর মাত্র কয়েকদিন, এখনই বিনামূল্যে করে নিন আধার কার্ড আপডেট! নাহোলেই পরে গুনতে হবে মাসুল

জানিয়েদি যে, দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে মোদী সরকার এর আগেও বহু বার এই ধরণের মোবাইল অ্যাপ বন্ধ করেছে। তবে এতদিন পর্যন্ত নিশানায় ছিল শুধুমাত্র চীনা অ্যাপ। এপ্রসঙ্গে গত বছর ভারত সরকার ২৫০ টি চীনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

এটাও পড়ুন Bank Aadhaar Link: ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে করতে হবে আধার লিঙ্ক, নাহোলেই বন্ধ হবে পিএম কিষান ও লক্ষ্মীর ভান্ডারের টাকা

এবিষয়ে ভারত সরকার ২০২০ থেকে ৩০০ টিরও বেশি অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই তালিকায় সবথেকে জনপ্রিয় কয়েকটি নাম হচ্ছে TikTok, PUBG Mobile, Garena Free Fire, Shareit, UC News, Xender ইত্যাদি। তবে পরে এই অ্যাপ গুলির মধ্যে বেশকয়েকটি অ্যাপের উপর থেকে নিষেধাজ্ঞা সরানোও হয়েছে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment