Nabanna Scholarship: মাধ্যমিক পাস করলেই প্রতিবছর ১০০০০ টাকা, দেখে নিন কীভাবে আবেদন করবেন

কয়েকদিন আগেই শেষ হয়েছে এবছরের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা। এখন শুধু অপেক্ষা পরীক্ষার রেজাল্টের। সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে ১৫ থেকে ১৭ই মে-র মধ্যে মাধ্যমিকের এবং মে মাসের শের দিকে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে। আর এই ফলের উপরেই নির্ভর করে পরীক্ষার্থীরা পেতে চলেছে প্রতিবছর হাজার-হাজার টাকা।

মাধ্যমিক পাস করলেই প্রতিবছর ১০০০০ টাকা, দেখে নিন কীভাবে আবেদন করবেন

আমার এখানে মূলত স্কলারশিপের কথা বলছি। বর্তমানে দেশে এমন অনেক সরকারি-বেসরকারি স্কলারশিপ চলছে যেখান থেকে মেধাবী পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিকভাবে সুবিধা দেওয়া হয়। তবে আজকের এই প্ৰতিবেদনে আমরা বিশেষ করে নবান্ন স্কলারশিপ নিয়ে আলোচনা করতে চলেছি।

রাজ্য সরকারের নবান্ন স্কলারশিপ পাওয়ার জন্য মাধ্যমিক পরীক্ষার্থীদের ন্যূনতম ৬৫ শতাংশ, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ন্যূনতম ৬০ শতাংশ এবং স্নাতকস্তরের পরীক্ষার্থীদের ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। এক্ষেত্রে পড়ুয়াদের নবান্ন স্কলারশিপ থেকে প্ৰতিবছর ন্যূনতম দশ হাজার টাকা করে দেওয়া হবে। তবে আবদেন করার জন্য প্রার্থীর পরিবারের বাৎসরিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে হতে হবে।

এটাও পড়ুন Aadhaar Card Update: আধার কার্ড ১০ বছর আগের নাহলেও করতে হবে আপডেট, দেখে নিন কেন এবং কীভাবে

আর কিছু দিনের মধ্যেই এবছরের মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে। তাই অভিভাবক এবং বিশেষ করে পড়ুয়াদের এই নবান্ন স্কলারশিপে আবেদন করার পদ্ধতিটি জেনে রাখা দরকার। তবে আবেদন করার পদ্ধতিটি দেখা আগে জেনে নেওয়া যাক যে, আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হবে।

এটাও পড়ুন Govt Bans Apps: কেন্দ্রের নির্দেশে আবার বন্ধ হলো ১৪টি মোবাইল অ্যাপ, আপনার ফোনেও আছে নাকি দেখে নিন!

এক্ষেত্রে নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য আপনাকে সবার প্রথমে WBCMO দ্বারা জারি করা আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এছাড়া প্রার্থী যেই স্কুল অথবা কলেজে পড়ছে সেখানের প্রধানের দ্বারা সই করা সেলফ ডিক্লারেশন কপি, পরীক্ষার রেজাল্ট, এলাকার এমএলের থেকে প্রাপ্ত শংসাপত্র, ইনকাম সার্টিফিকেটে ও পাসপোর্ট সাইজ ছবির প্রয়োজন হবে।

এটাও পড়ুন New LPG Prices: কমল এলপিজি সিলিন্ডারের দাম, তবে মধ্যবিত্তের চুলায় স্বস্তি মিললো না

এরপর নবান্ন স্কলারশিপের আবেদনপত্রটি ফিলাপ করে উক্ত ডকুমেন্টগুলির সঙ্গে নিচে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে।

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা: Nabanna,14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah, 711102

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment